শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ–সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগর সভাপতি এস এম লুৎফর রহমান বলেছেন, জাতীয় অর্থনীতিতে শ্রমিকদের অবদান সবচেয়ে বেশি হলেও তারা আজও ন্যায্য মজুরি, নিরাপত্তা, মর্যাদা ও সামাজিক সুরক্ষা থেকে বঞ্চিত। এই দুঃখজনক বাস্তবতায় নতুন বছরে শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠাই হওয়া উচিত জাতীয় অগ্রাধিকার। গতকাল বৃহস্পতিবার জামালখানস্থ নগর কার্যালয়ে অনুষ্ঠিত নগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন নগর সহ–সভাপতি মকবুল আহমেদ ভূঁইয়া, সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরী, সহ–সাধারণ সম্পাদক অধ্যক্ষ আসাদ উল্লাহ আদিল, সাংগঠনিক সম্পাদক হামিদুল ইসলাম, কোষাধ্যক্ষ মুহাম্মদ নুরুন্নবী, দপ্তর সম্পাদক স ম শামীম, প্রচার সম্পাদক আবু সুফিয়ান, সহ–প্রচার সম্পাদক আব্দুর রহীম মানিক, ট্রেড ইউনিয়ন সম্পাদক মাওলানা জাহাঙ্গীর আলম, শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক মনিরুল ইসলাম মজুমদার, পাঠাগার সম্পাদক ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।












