সিদ্ধার্থ মালহোত্রা আর কিয়ার আদবানি প্রেম করছেন, সেটা পুরনো খবর; নতুন খবর হল, তাদের বিয়ের তারিখও ঠিক হয়ে গেছে। টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, দীর্ঘদিনের প্রেমকে পরিণত রূপ দিতে নতুন বছরের শুরুতেই বিয়ের পিঁড়িতে বসবেন এই দুই বলিউড তারকা। খবর বিডিনিউজের।
দুজনের ঘনিষ্ঠ সূত্রের বরাতে সংবাদপত্রটি জানিয়েছে, ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে অর্থাৎ ৬ ফেব্রুয়ারি গাঁটছড়া বাঁধবেন সিদ্ধার্থ–কিয়ারা। এছাড়াও ৪ ও ৫ ফেব্রুয়ারি পরিবার ও ঘনিষ্ঠজনদের সাথে ধর্মীয় প্রথা, মেহেদী, হলুদ এবং সঙ্গীতের মতো অনুষ্ঠানগুলো উদযাপন করবেন।
বেশ রাজকীয়ভাবেই বিয়ে করতে চলেছেন এই তারকা জুটি। রাজস্থানের কেন্দ্রস্থলে অবস্থিত বিস্তীর্ণ দুর্গ–শৈলীর বিলাসবহুল হোটেল জয়সলমির প্রাসাদে হবে বিয়ের অনুষ্ঠান। সেখানে থাকবে কঠোর নিরাপত্তার ব্যবস্থা।এ বিষয়ে এখনও সিদ্ধার্থ–কিয়ারার পরিবার কিছুই জানাননি। তবে তাদের এই দাম্পত্য জীবন শুরু করতে চলার খবরে দারুণ খুশি হয়েছেন ভক্ত–অনুরাগীরা। সিদ্ধার্থ এখন তার পরবর্তী সিনেমা ‘মিশন মজনু’র মুক্তির অপেক্ষায় রয়েছেন। অন্যদিকে ২০২৩ সালে মুক্তি পাবে কিয়ারা আদভানির ’সত্যপ্রেম কি কথা’।












