নতুন বছরে নবোদ্যমে আঁখি

| রবিবার , ৪ জানুয়ারি, ২০২৬ at ৫:৩০ পূর্বাহ্ণ

দেশের জনপ্রিয় সংগীতশিল্পী আঁখি আলমগীর। তিন দশকেরও বেশি সময় ধরে নিয়মিত গান করে যাচ্ছেন তিনি। বিশেষ করে স্টেজে তার তুলনা কেবল তিনিই। ক্যারিয়ারে প্লেব্যাক ও অডিও অ্যালবাম মিলিয়ে ধারাবাহিকভাবে বেশ কিছু জনপ্রিয় গান তিনি উপহার দিয়েছেন। স্বীকৃতিস্বরূপ পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। ক্যারিয়ারের এ পর্যায়ে এসে নতুন বছরে যেন আরও নতুন উদ্যমে কাজ করে চলেছেন শিল্পী। বছর জুড়েই তিনি স্টেজ শো নিয়ে ব্যস্ত থাকেন। গত বছরের ডিসেম্বর মাস জুড়েও তাই হয়েছে। টানা শো নিয়ে ব্যস্ততা গেছে তার।

এদিকে, চলতি বছরের শুরু থেকেই গান নিয়ে যারপরনাই ব্যস্ত সময় পার করছেন। জানালেন, শোক দিবস উপলক্ষে তিনদিন বিরতি দেয়ার পর শো শুরু করছেন তিনি।

দেশের শোয়ের বাইরে ৬ জানুয়ারি মালয়েশিয়ায় শো রয়েছে তার। সেখান থেকে উড়ে দেশে ফেরার পর রমজানের আগ পর্যন্ত টানা ব্যস্ততা রয়েছে তার শোয়ের। আঁখি আলমগীর বলেন, আলহামদুলিল্লাহ্‌, ভালো চলছে শো। ডিসেম্বর জুড়ে কাজ করেছি। তবে সামাজিক মাধ্যমে হয়তো ছবি শেয়ার করি কম। জানুয়ারির শুরু থেকে রমজানের আগ পর্যন্ত আসলে শোয়ের ব্যস্ততাটা থাকবে। এর পাশাপাশি নতুন একাধিক গান নিয়েও ব্যস্ত সময় পার করছেন বলে জানালেন আঁখি। নতুন বছরের বিভিন্ন সময় সেগুলো প্রকাশ হবে।

পূর্ববর্তী নিবন্ধঅভিনেতা হিসেবে আত্মপ্রকাশ করলেন হৃদয় খান, সঙ্গে মোনালিসা
পরবর্তী নিবন্ধযুব বিশ্বকাপের জন্য বাংলাদেশ দল ঘোষণা