নতুন বছরে দেশের মানুষ থাকুক দুধে-ভাতে

কাজী মালিহা আকতার | শনিবার , ৪ জানুয়ারি, ২০২৫ at ৫:৪৮ পূর্বাহ্ণ

নতুন বছর মানে নতুন করে বাঁচার আশা ও পুরনো দুঃখদুর্দশা বিলোপের প্রত্যাশা। প্রত্যাশার প্রথমে আসে দেশ। দেশে আসুক শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ। সৃষ্টির সেরা জীব মানুষ হয়েও মানুষেমানুষে বিদ্বেষ এক বর্বরতার পরিচয়। ধর্মীয়, জাতিগত ও গোষ্ঠীগত ভেদাভেদ বন্ধ হয়ে সৃষ্টি হোক সম্প্রীতি। সকল ধরনের হিংগ্রতা বন্ধ হয়ে মানুষের মাঝে আসুক মনুষ্যত্ববোধ। মানুষ মানুষের জন্য আতঙ্কের কারণ না হয়ে হয়ে উঠুক ভরসার স্থান। মানুষের মাঝে হিংসা, বিদ্বেষ, সংঘর্ষ, হত্যাসহ যত ধরনের বর্বরতা বিদ্যমান সব দূর হোক। দেশের পরে প্রত্যাশার স্থান দেশের মানুষ। দেশের কোনো শ্রেণির মানুষ যেন অনাহারে না থাকে। এ বছরের মতো দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি যেন আসন্নবর্ষে মানুষ না দেখে। আমার দেশের মানুষ যেন থাকে দুধেভাতে। সর্বোপরি সকলের দুঃখকষ্ট দূর হয়ে সবার জীবনে আসুক আনন্দ। দেশের মানুষ ভালো থাকুক। নতুন বছরে নতুন নতুন অর্জন আসুক দেশে। দেশে হোক ভেদাভেদবিহীন, শান্তিসম্প্রীতির।

পূর্ববর্তী নিবন্ধমাননীয় প্রধান উপদেষ্টা : চট্টগ্রামবাসী আপনাকে দেখার জন্য উন্মুখ
পরবর্তী নিবন্ধদিব্যালোয় দীপ্ত দেবপ্রিয় : পাঠ ও অনুভবের বিহঙ্গম