নতুন বছরে জাদুকরী তিন ‘স’

মরিয়ম খানম সেতু | বুধবার , ৮ জানুয়ারি, ২০২৫ at ৮:১৬ পূর্বাহ্ণ

২০২৫ জীবনে শ্রেষ্ঠ বছর হয়ে উঠতে পারে জাদুকরী তিন ‘স’ এর ব্যবহারের মাধ্যমে। প্রতিবছরই জীবনকে সাজানোর জন্য হাজারটা পরিকল্পনা করা হয়, নতুন রুটিন তৈরি করা হয় কিন্তু কিছুদিন পরেই সেসব আর মেনে চলা সম্ভব হয় না। ভালো অভ্যাস গড়তে অনেক চর্চা করা প্রয়োজন আবার খারাপ অভ্যাস ছাড়তেও সময় প্রয়োজন হয়, হুট করে একদিনে অনেক কিছু পরিবর্তন সম্ভব নয়। তাই নতুন বছরে কেবল তিনটি বিষয়ের চর্চা আমাদের জীবনে সুফল বয়ে আনতে পারে। নতুন বছরে তিনটি ‘স’ দিয়ে জীবন সাজাতে পারলে সফলতা অর্জন সহজ হবে। তিনটি ‘স’ হলো: সত্যবাদিতা, সচ্চরিত্র গঠন এবং সময়ের সঠিক ব্যবহার। মিথ্যা সকল পাপের জননী। একটা পাপ করে সেটাকে গোপন করতে আরও ১০ টি মিথ্যার প্রয়োজন হয়, এভাবে পাপ বাড়তে থাকে। এছাড়া মিথ্যা মানসিক অশান্তির সৃষ্টি করে। তাই সত্যবাদীতা’র চর্চা করলে মানুষ পাপকর্ম থেকে বিরত থাকতে পারবে। এমন কাজ থেকে বিরত থাকবে যা প্রকাশ পেলে তাকে লজ্জিত হতে হবে। মানব জীবনের শ্রেষ্ঠ সম্পদ হলো চরিত্র। একজন সচ্চরিত্রবান ব্যক্তির মাঝে নৈতিকতা ও মানবিকতার গুণাবলী বিদ্যমান থাকে। হযরত মুহাম্মদ (সাঃ) বলেছেন, একজন ভালো সঙ্গী আতর বিক্রেতার মতো, তুমি আতর কিনবে, অথবা না কিনলেও সুঘ্রাণ পাবে’ (সহীহ বুখারী২১০১)। আমাদের উচিত সুন্দর চরিত্রের মানুষের সাথে মেলামেশা করা এবং নিজের চরিত্রকেও সুন্দর করতে মনোনিবেশ করা। আর সময়ের সঠিক ব্যবহারের উপর নির্ভর করে জীবনের সফলতা ও ব্যর্থতা। সময়কে যদি হেলায় হারানো হয় তাহলে জীবনে ভালো কিছু অর্জন সম্ভব নয়। নিজেকে গড়তে হলে ভালো মানের বই পড়া ভীষণ উপকারী। ২০২৫ সালে মাত্র এই তিনটি ‘স’ এর চর্চা জীবনে আমূল পরিবর্তন আনতে সহায়তা করবে।

পূর্ববর্তী নিবন্ধশিশু ভিক্ষাবৃত্তি বন্ধ হোক
পরবর্তী নিবন্ধমীরসরাইয়ের মহামায়া ইকোপার্ক ও খইয়াছড়া ঝর্না দর্শন