আমরা নতুন বছরের প্রারম্ভে আশা করি গত বছরের প্রতিটা কাজ থেকে শিক্ষা নিয়ে নতুন এই বছরটাকে বরণ করবো যাতে আমাদের নতুন কোনও হতাশায় ডুবতে না হয়। বিগত দিনের ক্ষতগুলো ভুলে যাব কিন্তু শিক্ষাটাকে ধারণ করবো। আশা করবো বিগত করোনা মহামারী ইত্যাদির ক্ষয় ক্ষতি কাটিয়ে ঘুরে দাঁড়াবে দেশের মানুষ। অর্থনৈতিক প্রবৃদ্ধি শক্তিশালী হোক। রপ্তানী আয় বাড়ুক সাথে বাড়ুক রেমিটেন্স। সড়ক দুর্ঘটনা বন্ধ হোক। শিক্ষা সংস্কৃতির বিকাশ ঘটুক এবং দেশের রাজনীতিতে একটা সুবাতাস আসুক। ২০২৩ সালে সবার জন্য শুভকামনা।