নতুন বছরে আমিরের চমক

| সোমবার , ২ জানুয়ারি, ২০২৩ at ৪:৪৩ পূর্বাহ্ণ

বলিউডের জনপ্রিয় অভিনেতা আমির খান। ‘লাল সিং চাড্ডা’র ব্যর্থতার পর বিরতি নিয়েছিলেন এই অভিনেতা। তবে দীর্ঘ বিরতির পর নতুন বছরে দর্শকদের সামনে চমক নিয়ে আবারও পর্দায় ফিরবেন আমির। দক্ষিণের জনপ্রিয় সিনেমা ‘কেজিএফ’এর নির্মাতা প্রশান্ত নীলের সঙ্গে নাকি এক সিনেমাতে অভিনয় করবেন ‘থ্রি ইডিয়টস’ খ্যাত এই অভিনেতা। একই সিনেমাতে দক্ষিণের আরেক জনপ্রিয় অভিনেতা জুনিয়র এনটিআর অভিনয় করবেন বলে জানা গেছে।

বর্তমানে প্রভাসের সঙ্গে ‘সালার’ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন নীল। সিনেমার কাজ শেষ হলেই এনটিআর ও আমিরকে নিয়ে নতুন কাজ শুরু করবেন তিনি। প্রসঙ্গত, বর্তমানে আমির তার পরিবারকেই সময় দিচ্ছেন। কিছুদিন আগেই মেয়ে ইরা খানের বাগদান সম্পন্ন করেছেন তিনি। মেয়ের বাগদান অনুষ্ঠানে বেশ আনন্দই করতে দেখা গেছে তাকে। তবে তার ঘনিষ্ঠ বন্ধুরাই জানান, সিনেমা ফ্লপের ক্ষত এখনও সারেনি অভিনেতার।

পূর্ববর্তী নিবন্ধনতুন বছরে বাংলাদেশের ব্যস্ত ক্রিকেট সূচি
পরবর্তী নিবন্ধ১৬ নাম্বার জার্সিতে মাঠে নামবেন জাহারা মিতু