টিভি নাটকের জনপ্রিয় মুখ আরফান আহমেদ। অভিনয়ের পাশাপাশি তিনি নাটক লেখেন ও পরিচালনা করেন। এবার ২৬ জন তারকা নিয়ে একটি টেলিফিল্ম তৈরি করেছেন তিনি। নাম ‘বিগ শট’। খবর বাংলানিউজের।
টেলিফিল্মটি রচনা ও পরিচালনা করেছেন আরফান আহমেদ। জানা গেছে, এখানে যারা অভিনয় করেছেন, তারা সবাই বড় তারকা। টেলিছবির গল্পেও তারা বিভিন্ন অঙ্গনের বড় মানুষ। এজন্য নাম এর নামকরণ করা হয়েছে ‘বিগ শট’।
এখানে আসলে নির্দিষ্ট কোনো গল্প নেই। আবার ‘ওয়ান ম্যান শো’ ধাঁচের কোনো টেলিফিল্মও না। কয়েকটি বড় চরিত্রের সমম্বয়ে তৈরি হয়েছে এটি।
এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জাহিদ হাসান, তৌকীর আহমেদ, মাহফুজ আহমেদ, আজাদ আবুল কালাম, ফজলুর রহমান বাবু, মামুনুর রশীদ, শহিদুল আলম সাচ্চু, এটিএম শামসুজ্জামান, মৌসুমী হামিদ, স্বাগতা, প্রভা প্রমুখ।
জানা গেছে, ২০১৭ সালে ‘বিগ শট’র দৃশ্যধারণ করা হয়। দীর্ঘদিন পর ২০২৫ সালের প্রথম দিনে (০১ জানুয়ারি) বিকেল ৩টা ৫ মিনিটে চ্যানেল আইতে প্রচার হবে এটি।