২৪ সাল আমাদের অনেক কিছু দেখিয়েছে। গুম, প্রকাশ্যে হত্যা, দুর্নীতি, লুটপাটসহ কতো শত অপরাধের সাক্ষী হয়ে আছে এই বছরটি। জুলাইয়ের অভ্যুত্থানে তো সিনেমার মতো করে মানুষ হত্যা করা হয়েছে যেখান থেকে রেহাই পায়নি কোমলমতি নারী থেকে শুরু করে অবুঝ বাচ্চারাও। এমন ২৪ আমাদের দেশে আর না আসুক। আমরা নতুনভাবে বাঁচতে চাই। আমাদের আগামী বছর শুরু হোক নতুন সূর্যোদয়ের মধ্য দিয়ে যেখানে থাকবে স্বস্তির নিঃশ্বাস। পুরাতন সকল গ্লানি মুছে নতুনের যাত্রা হোক। নতুন বছর আনন্দের হোক সকল শ্রেণির মানুষের।
আমাদের জান মাল নিরাপদ হোক। আমরা যেনো আমাদের মৌলিক অধিকার নিয়ে দুবেলা দুমুঠো খেয়ে বাঁচতে পারি সেই সুযোগ তৈরি হোক। সকল ধরনের ঘুষ, চাঁদাবাজি, হত্যা, গুম, ধর্ষণ এবং দুর্নীতি মুক্ত নতুন বছর হোক। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি থামুক যাতে সকল শ্রেণি পেশার মানুষের খাদ্য চিন্তা থেকে মুক্ত থাকতে পারে। যাতে আমরা সুস্থ ও সুন্দরভাবে নতুন বছর শুরু করতে পারি।