নতুন বগিতে নতুন আঙ্গিকে সুবর্ণের যাত্রা

প্রথম দিন ঢাকা গেছেন ৬৮৭ জন

আজাদী প্রতিবেদন | বুধবার , ৪ নভেম্বর, ২০২০ at ৫:১১ পূর্বাহ্ণ

ইন্দোনেশিয়া থেকে আমদানিকৃত লাল-সবুজের নতুন বগিতে যাত্রা শুরু হলো সুবর্ণ এক্সপ্রেসের। নতুন বগিতে স্বাচ্ছন্দ্যময় ভ্রমণে উচ্ছ্বসিত যাত্রীরা। গতকাল মঙ্গলবার সকাল ৭টায় চট্টগ্রাম রেলস্টেশন থেকে ট্রেনটি যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে নতুন রূপে যাত্রা করে। নতুন সুবর্ণ এক্সপ্রেসে আসন সংখ্যা ৯টি কমেছে। আগে ছিল ৮৯৯টি। বর্তমানে আসন ৮৯০টি। গতকাল নতুন যাত্রায় ৮৯০ সিটের বিপরীতে ৬৮৭ জন যাত্রী গেছেন। রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক (জিএম) সরদার সাহাদাত আলী নতুন আঙ্গিকে সুবর্ণ এক্সপ্রেসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এসময় জিএমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা যাত্রীদের ফুল ও চকলেট দিয়ে শুভেচ্ছা জানান।
রেলওয়ে পূর্বাঞ্চলের জিএম সরদার শাহাদাত আলী আজাদীকে জানান, সুবর্ণ এক্সপ্রেসে দীর্ঘদিনের পুরনো বগির পরিবর্তে ইন্দোনেশিয়া থেকে আমদানিকৃত লাল-সবুজের নতুন বগি যুক্ত হলো। নতুন বগিতে স্বাচ্ছন্দ্যময় ভ্রণে যাত্রীরা আনন্দিত। আধুনিক কোচগুলোতে রয়েছে অনেক সুবিধা। বগিতে উঠে দেখলাম, ঝকঝকে। যাত্রীরা আরামে বসে আছেন। এখানে চার্জার আছে। কেউ মোবাইলে চার্জ দিচ্ছেন, কেউ গান শুনছেন। প্রতিবন্ধীদের ওঠার জন্য আলাদা দরজা রয়েছে। তাদের বসার ব্যবস্থাও চমৎকার। ট্রেনের দুই দিকে রয়েছে আধুনিক কিচেন। কিচেনে রয়েছে ওভেন, ফ্রাইপেন, ফ্রিজসহ বসার আধুনিক সুবিধা। রয়েছে বায়োটয়লেট।
বৃহৎ পরিসরের দ্রুত গতির উন্নত সুবিধার ১৮টি নতুন বগি সংযোজন হয়েছে বলে জানান রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় পরিবহন কর্মকর্তা স্নেহাশীষ দাশগুপ্ত। তিনি বলেন, সুবর্ণ এক্সপ্রেসে ২০০৬ সালে সাদা চায়না বগি যুক্ত হয়েছিল। ১৪ বছর পর আধুনিক সুবিধার নতুন বগি যুক্ত হলো।
এ সময় উপস্থিত ছিলেন প্রধান যান্ত্রিক প্রকৌশলী ফকির মহিউদ্দিন, প্রধান বাণিজ্যিক ব্যবস্থাপক নাজমুল হাসান, রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় ব্যবস্থাপক (ডিআরএম) সাদেকুর রহমান ও আনসার আলী।

পূর্ববর্তী নিবন্ধহাইকোর্টে জামিন পাননি জেকেজির সাবরিনা
পরবর্তী নিবন্ধইয়াবার পর মিয়ানমার থেকে এবার আসছে স্বর্ণের চালান