নতুন বই পেয়েও মুখে হাসি নেই শিক্ষার্থীদের

কাপ্তাই প্রতিনিধি | রবিবার , ৩ জানুয়ারি, ২০২১ at ১০:৩২ পূর্বাহ্ণ

প্রতিবছরের এই সময় দেশের প্রতিটি বিদ্যালয় মুখর হয়ে ওঠে কোমলপ্রাণ শিক্ষার্থীদের আনন্দ-উচ্ছ্‌বাসে। কারণ তাদের হাতে থাকে নতুন বই। কিন্তু এ বছর তার ঠিক উল্টো। কারণ সারাবিশ্বের ন্যয় বাংলাদেশেও থাবা বসিয়েছে করোনা মহামারী। এতে করে নতুন বই হাতে পেলেও স্কুলের আঙিনায় পা পড়ছেনা কোমলমতি শিক্ষার্থীদের।
কাপ্তাই উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের হাতে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে নতুন পাঠ্য বই বিতরণ করা হয়েছে। অনেক শিশু হাতে নতুন বই পেয়ে দারুক উৎফুল্ল। কিন্তু হাতে নতুন বই থাকলেও শিশু শিক্ষার্থীদের মুখে হাসি নেই। বিএফআইডিসি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইউসুফ জানান, তাঁর স্কুলের ৮০ ভাগ শিক্ষার্থীর হাতে নতুন পাঠ্য বই বিতরণ করা হয়েছে। উৎসাহের সাথে শিশুরা নতুন বই হাতে নিলেও স্কুল বন্ধ থাকায় শিক্ষার্থীদের মুখ ছিল মলিন। প্রধান শিক্ষক ইউসুফ জানান, বই হাতে শিক্ষার্থীরা বারবার বলছিল তারা কখন থেকে স্কুলে আসবে? মরিয়ম নামক ৪র্থ শ্রেণির এক ছাত্রীর হাতে ছিল নতুন বই কিন্তু তার চোখের কোনে ছিল টলটল পানি। মরিয়ম জানায়, গত ১০ মাস ধরে তারা স্কুলে আসতে পারছেনা। স্কুলে আসার জন্য তাদের মন কাঁদে।
কাপ্তাই উপজেলা শিক্ষা কর্মকর্তা ইদ্রিস জানান, উপজেলার সব শিক্ষা প্রতিষ্ঠানে নতুন পাঠ্য বই বিতরণ করা হয়েছে। কিন্তু বই হাতে নেবার আগে ছাত্রছাত্রীরা বারবার বলতে থাকে তারা স্কুলে আসতে চায়। স্কুল বন্ধ থাকায় তাদের লেখাপড়া ঠিকমত হচ্ছেনা। স্কুল চলাকালীন সময় ঘরে বসে থাকতে তাদের ভালো লাগেনা বলেও শিক্ষার্থীরা শিক্ষা কর্মকর্তাতে জানায়।

পূর্ববর্তী নিবন্ধবিভিন্ন স্থানে বই বিতরণ
পরবর্তী নিবন্ধনারী ও শিশু অধিকার ফোরাম নগর আহ্বায়ক কমিটির সভা