নগরীর বাকলিয়া থানাধীন নতুন ফিসারিঘাট এলাকায় ছুরিকাঘাতে খুন হয়েছেন এক ‘শ্রমিকের মাঝি’। তার নাম মো. আবু তৈয়ব (৪২) বলে জানা গেছে।
পুলিশ বলছে, একজনের সঙ্গে বিরোধের জেরে তাকে খুন করা হয়েছে। বাংলানিউজ
আজ শুক্রবার (১৬ অক্টোবর) রাত ৮টার দিকে নতুন ফিসারিঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে খুনের ঘটনার সঙ্গে জড়িত ছয়জনকে আটক করেছে।
নিহত মো. আবু তৈয়ব কর্ণফুলী থানাধীন শিকলবাহা মাস্টারহাট এলাকার আহমদ মিয়ার ছেলে।
তিনি নতুন ফিসারিঘাটে শ্রমিকের মাঝি হিসেবে কাজ করতেন।
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নেজাম উদ্দিন বলেন, “নতুন ফিসারিঘাট এলাকায় প্রতিপক্ষের সঙ্গে বিরোধের জেরে মো. আবু তৈয়ব নামে এক ব্যক্তি ছুরিকাঘাতে খুন হয়েছেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। খুনের ঘটনার সঙ্গে জড়িত ছয়জনকে আটক করা হয়েছে।”
নিহত আবু তৈয়বের আত্মীয় মোহাম্মদ হোসেন বলেন, “নতুন ফিসারিঘাট এলাকায় কসাই আক্তার, হাসিনাসহ কয়েকজন অতর্কিত আবু তৈয়বের উপর হামলা করে। তারা আবু তৈয়বকে ছুরিকাঘাত করে।”