বিশ্বের সবচেয়ে জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ নিয়মিতই নতুন নতুন ফিচার নিয়ে আসে। তারই ধারাবাহিকতায় মেসেজিং প্ল্যাটফর্মটিতে এবার যুক্ত হতে হচ্ছে চ্যাট হিস্ট্রি মাইগ্রেশন বা ট্রান্সফার ফিচার। বরাবরের মতো এবারও এ তথ্য ফাঁস করেছে ওয়েবেটাইনফো। এই ওয়েবসাইটটি হোয়াটসঅ্যাপের নতুন পরিবর্তনগুলো শনাক্ত করে থাকে।
বেশ কিছুদিন আগেই শোনা গিয়েছিল যে, চ্যাট হিস্ট্রি মাইগ্রেশন ফিচারের আওতায় আইওএস এবং অ্যান্ড্রয়েড ডিভাইসের মধ্যে চ্যাট হিস্ট্রি মাইগ্রেশন বা ট্রান্সফার করা যাবে। তবে ওয়েবেটাইনফোর নতুন তথ্য বলছে- শুধু ভিন্ন ধরনের ডিভাইস নয়, অন্য নম্বরেও ট্রান্সফার যাবে ‘চ্যাট হিস্ট্রি’।
এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে ভিন্ন নম্বরে ‘চ্যাট হিস্ট্রি’ ট্রান্সফারের এই ফিচার হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য বেশ গুরুত্বপর্ণ হবে বলে মনে করা হচ্ছে। কারণ এতদিন কোনো ব্যবহারকারী নিজের হোয়াটসঅ্যাপ নম্বর পরিবর্তন করলে সমস্যায় পড়তেন। পুরোনো চ্যাট হিস্ট্রি তার কাছে থাকত না। নতুন এই ফিচার চালু হলে সেই সমস্যার সমাধান হবে। তবে কবে নাগাদ চ্যাট হিস্ট্রি মাইগ্রেশন ফিচার হোয়াটসঅ্যাপে চালু করা হবে তা এখনও নিশ্চিতভাবে জানা যায়নি। বর্তমানে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ ফিচারটি নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করছে বলে জানিয়েছে ওয়েবেটাইনফো।