নতুন প্রধানমন্ত্রী হয়েই ভুল শুধরানোর অঙ্গীকার সুনাকের

দায়িত্ব নিয়েই একাধিক মন্ত্রীকে ছাঁটাই

| বুধবার , ২৬ অক্টোবর, ২০২২ at ৫:০৪ পূর্বাহ্ণ

যুক্তরাজ্যের কনজারভেটিভ দলের নতুন নেতা ঋষি সুনাক রাজা তৃতীয় চার্লসের কাছ থেকে প্রধানমন্ত্রী হিসাবে নিয়োগ পাওয়ার পরই প্রথম ভাষণে তার পূর্বসূরি লিজ ট্রাসের ভুল শুধরানোর অঙ্গীকার করেছেন।
১০ নং ডাউনিং স্ট্রিট থেকে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি বলেন, যুক্তরাজ্য গভীর অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। আর তাকে লিজ ট্রাসের কিছু ভুল শুধরানোর জন্যই নতুন টোরি (কনজারভেটিভ) নেতা হিসাবে বেছে নেওয়া হয়েছে। আমার ওপরে আপনারা আস্থা রেখেছেন, আমিও আপনাদের আস্থা অর্জন করব, বলেন সুনাক। দেশে পরিবর্তন নিয়ে আসতে লিজ ট্রাসের অক্লান্ত পরিশ্রমের প্রসংশাও ভাষণে করেছেন তিনি। ছয় মিনিটের লম্বা এই ভাষণে সুনাক বলেন, দেশে প্রবৃদ্ধি বাড়ানোর চেষ্টা নিয়ে ট্রাস ভুল কিছু করেননি, বরং এটি তার মহৎ চেষ্টা ছিল। তবে কিছু ভুল হয়েছে। যদিও এর পেছনে কোনো খারাপ উদ্দেশ্য ছিল না বরং আদতে এর উল্টোটাই ছিল। কিন্তু তারপরও ভুল হয়েছে। সেই ভুলগুলোকে ঠিক করার জন্যই আমি পার্টির নেতা এবং প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছি। আর সেই কাজ অনিতিবিলম্বে শুরু হয়েছে। আমি অর্থনৈতিক স্থিতিশীলতা এবং আস্থা ফেরানোকে এই সরকারের কর্মসূচির প্রাণকেন্দ্রে রাখব। এই কর্মসূচি বাস্তবায়নে ‘বেশ কিছু কঠোর সিদ্ধান্ত আসতে পারে’ বলে সতর্ক করেন সুনাক। একইসঙ্গে তিনি দেশকে ঐক্যবদ্ধ করা এবং দেশের প্রয়োজনকে রাজনীতির ঊর্ধ্বে স্থান দেওয়ার অঙ্গীকারও করেন। খবর বিডিনিউজের।
তবে বিরোধীদল লেবার পার্টি সুনাকের বিরোধিতা করে বলেছে, দেশ শাসন করার জন্য তার জনরায় নেই। তিনি দেশের অর্থনৈতিক সংকটের কোনো সমাধান হতে পারেন না। ওদিকে, লিবারেল ডেমোক্র্যাটস দলও সুনাকের ভাষণের বিরূপ প্রতিক্রিয়া জানিয়ে বলেছে, নতুন প্রধানমন্ত্রী আসছে শীত নিয়ে উদ্বিগ্ন জনগণকে আশ্বস্ত করতে ব্যর্থ হয়েছেন।
একাধিক মন্ত্রীকে ছাঁটাই : প্রধানমন্ত্রীর দায়িত্ব নেয়ার পরেই পুরনো কয়েকজন মন্ত্রীকে ছাঁটাই করলেন ঋষি সুনাক। পাশাপাশি, লিজ ট্রাসের সময় বাদ পড়া এবং ইস্তফা দেওয়া কয়েক জন কনজারভেটিভ নেতা-নেত্রীকে মন্ত্রিসভায় ফিরিয়েছেন তিনি। নতুন উপপ্রধানমন্ত্রী পদে ডমিনিক রাবকে নিয়োগ করেছেন তিনি। মন্ত্রিসভায় ফিরেছেন ভারতীয় বংশোদ্ভূত নেত্রী সুয়েলা ব্রেভারমানও। অর্থমন্ত্রী পদে ফিরেছেন জেরেমি হান্টকে। গ্রান্ট শ্যাপসকে বাণিজ্যমন্ত্রীর দায়িত্ব দিয়েছেন ঋষি।

পূর্ববর্তী নিবন্ধইয়াবা উদ্ধার মামলা দুই যুবকের ৫ বছরের কারাদণ্ড
পরবর্তী নিবন্ধবাংলাদেশ ব্যাংকের এডি নিয়োগের পরীক্ষার বাধা কাটল