নতুন প্রজন্মের জন্য বঙ্গবন্ধুর ত্যাগ ও দীর্ঘ সংগ্রামের ইতিহাস

ড. ইফতেখার উদ্দিনের ‘বঙ্গবন্ধু মহান একুশে ও মুক্তিযুদ্ধ’

আজাদী প্রতিবেদন | রবিবার , ১৩ মার্চ, ২০২২ at ৬:৩১ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. ইফতেখার উদ্দিন চৌধুরীর প্রবন্ধগ্রন্থ ‘বঙ্গবন্ধু মহান একুশে ও মুক্তিযুদ্ধ’ এর মোড়ক উন্মোচন করেছেন দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক। গতকাল শনিবার সকালে আজাদী কার্যালয়ে মোড়ক উন্মোচন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ড. ইফতেখার উদ্দিন চৌধুরী ও শিশুসাহিত্যিক রাশেদ রউফ।
‘বঙ্গবন্ধু মহান একুশে ও মুক্তিযুদ্ধ’ বইটি দৈনিক আজাদীসহ বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক পত্রিকায় প্রকাশিত ১৬টি নিবন্ধের সংকলন। নিবন্ধগুলো হচ্ছে ‘বঙ্গবন্ধু, মহান একুশে ও মুক্তিযুদ্ধ’, ‘বাঙালি জাতির পিতা ও চন্দ্রাতপ মোহনা’, ‘এমন মানবদরদি নেতা আর দেখিনি’, ‘জয় মৃত্যুঞ্জয়ের জয় শুভ মুজিববর্ষ প্রসঙ্গে’, ‘বঙ্গবন্ধু ও জাতীয় আদর্শের নির্মাণশৈলী’, ‘সর্বস্তরে বাংলা : আর কত অপেক্ষা’, ‘বঙ্গবন্ধু ভাষা আন্দোলন ও মহান স্বাধীনতা’, ‘ভাষা আন্দোলন ও স্বাধীনতা সংগ্রাম অবিচ্ছেদ্য’, ‘মাতৃভাষা বাংলা ও বাঙালি জাতিসত্তার বিকাশ প্রসঙ্গে’, ‘একুশের পাদপীঠ ও অসামপ্রদায়িক চট্টগ্রাম’, ইনডেমনিটি অধ্যাদেশ’ সভ্যতার নিকৃষ্টতম কলঙ্ক’, ‘বঙ্গবন্ধু ॥ মানবধর্মের চন্দ্রোদয় আরাধক’, ‘বঙ্গবন্ধু স্বাধীনতা ও স্মরণ নিবেদন’, ‘বঙ্গবন্ধু ও অর্থবহ স্বাধীনতার মূল চেতনা’, ‘মুক্তির সুবর্ণজয়ন্তী-মুজিব শতবর্ষের যৌক্তিক মূল্যায়ন’ ও ‘মুক্তিযুদ্ধের সহজপাঠ’। বইটির প্রকাশক স্বাধীন প্রকাশন।
‘বঙ্গবন্ধু মহান একুশে ও মুক্তিযুদ্ধ’ গ্রন্থের মাধ্যমে ড. ইফতেখার উদ্দিন চৌধুরী নতুন প্রজন্মের কাছে বঙ্গবন্ধুর ত্যাগ ও দীর্ঘ সংগ্রামের ইতিহাস তুলে ধরেছেন। তিনি মনে করেন, বঙ্গবন্ধু প্রদত্ত নির্দেশনার আলোকে মাতৃভাষা প্রতিষ্ঠার আন্দোলন এবং ধারাবাহিক পরিক্রমা বর্তমান ও আগামী প্রজন্মের অনুসন্ধিৎসু ধ্যান ধারণায় নিবিড় বপন করতে হবে। অন্যথায় দীর্ঘ স্বাধীনতা সংগ্রাম ও মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত স্বাধীন মাতৃভূমির প্রেক্ষাপট বিশ্লেষণ এবং তার সার্থক ইতিহাস পাঠ ও ধারণে ন্যূনতম অবজ্ঞা বা অবহেলা জাতির জন্যে এগিয়ে যাওয়ার পথপ্রদর্শন ব্যাহত হবে।
এ বিষয়ে ‘বঙ্গবন্ধু ভাষা আন্দোলন ও মহান স্বাধীনতা’ শিরোনামের নিবন্ধে ড. ইফতেখার উদ্দিন চৌধুরী বলেন, সমকালীন সময়ের জোরালো দাবি তরুণ প্রজন্মের হৃদয় গভীরে বঙ্গবন্ধুসহ সকল আন্দোলন সংগ্রামে শহীদানদের আত্মত্যাগ ও আত্মোৎসর্গের গৌরবগাথা পরিপূর্ণভাবে প্রোথিত করা। তারা যেন অনুধাবন করতে সক্ষম হয় কেন কী ভাবে আমাদের এই মাতৃভাষা আন্দোলন বঙ্গবন্ধুর নেতৃত্বে দীর্ঘ স্বাধীনতা সংগ্রাম ও মহান মুক্তিযুদ্ধের ইতিহাসকে সমৃদ্ধ করেছে। নির্মাণ করেছে তাদের জন্য এক সোনালী স্বপ্নের। এ স্বপ্ন হচ্ছে পরিবর্তনের স্বপ্ন, আধুনিকতা, নান্দনিকতা, অসামপ্রদায়িকতা ও মানবিকতায় ঋদ্ধ বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণের স্বপ্ন। এই স্বপ্ন বাস্তবায়নের নির্ভীক ও মেধাবী কারিগর দেশের তারুণ্যের উচ্ছ্বাসে ভরা বর্তমান প্রজন্ম যারা নতুন সহযাত্রীর জন্য তৈরি করবে জ্ঞান ও তথ্য-প্রযুক্তি নির্ভর এক উন্নত বাংলাদেশ। দেশ ও জাতির এটুকুই আজকের দিনের প্রত্যাশা।
মুক্তির মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে দীর্ঘ স্বাধীনতা সংগ্রাম ও মহান মুক্তিযুদ্ধের পটভূমি রচনার মূলে ছিল বাঙালি জাতীয়তাবাদের বিকাশ ও বিস্তার পরিক্রমায় অসাস্প্রদায়িক জাতিরাষ্ট্র প্রতিষ্ঠা। এ বিষয়টিও সহজ ভাষায় তুলে ধরেন ইফতেখার উদ্দিন চৌধুরী।
‘বঙ্গবন্ধু, মহান একুশে ও মুক্তিযুদ্ধ’ শিরোনামে নিবন্ধে তিনি বলেন, ভাষা আন্দোলন থেকে শুরু করে পরবর্তীতে বঙ্গবন্ধুর নেতৃত্বে দীর্ঘ স্বাধীনতা সংগ্রামের মৌলিক ভিত্তি ছিল অসামপ্রদায়িক গণতান্ত্রিক মানবিকতায় পরিপূর্ণ দীর্ঘ প্রতীক্ষিত ও প্রত্যাশিত বাঙালি জাতিসত্তার মূল্য ও ঔচিত্যবোধসমৃদ্ধ বাঙালি জাতীয়তাবাদ।

পূর্ববর্তী নিবন্ধশেষ হলো বইমেলা
পরবর্তী নিবন্ধবিরোধ মীমাংসা করে ফেরার পথে আক্রান্ত ইউপি চেয়ারম্যান ও মেম্বার