বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে গ্রিনফিনিটির এনার্জির সহযোগিতায় দৃষ্টি চট্টগ্রাম আয়োজনে ‘উবোমাস সোলার দৃষ্টি পরিবেশ দিবস বারোয়ারী বিতর্ক প্রতিযোগিতা গতকাল মঙ্গলবার উদ্বোধন হয়। দৃষ্টি চট্টগ্রামের সাফিয়া গাজী রহমান লার্নিং সেন্টারে প্রতিযোগিতা উদ্বোধন করেন সংগঠক ও এসএমএমএবি-এর সাধারণ সম্পাদক গোলাম বাকী মাসুদ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাউন্সিলর শৈবাল দাশ সুমন। দৃষ্টির সভাপতি মাসুদ বকুলের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন রোটারী ক্লাব চিটাগাং সাগরিকার সভাপতি রাশেদুল আমিন রাশেদ, দৃষ্টির সিনিয়র সহ সভাপতি সাইফ চৌধুরী, বাংলাদেশ ডিবেট ফেডারেশনের সহ সভাপতি আহমেদ রেজা, সাধারণ সম্পাদক সাবের শাহ ও সাংগঠনিক সম্পাদক কাজী আরফাত।
প্রতিযোগিতা উদ্বোধন করতে গিয়ে সংগঠক গোলাম বাকী মাসুদ বলেন, সমাজের ভালো কাজের সাথে সবসময়ই একাত্মতা রাখতে হবে। চট্টগ্রামসহ সারা বাংলাদেশে বিতর্ক চর্চা উন্নয়নে দৃষ্টির অবদান অনবদ্য। নিজের ইচ্ছা শক্তি থাকলে নবায়নযোগ্য শক্তি ব্যবহার সম্ভব। এর মাধ্যমে পরিবেশের সুরক্ষা পাশাপাশি অর্থ সঞ্চয় হবে ।
অনুষ্ঠানের প্রধান অতিথি শৈবাল দাশ সুমন বলেন, নতুন প্রজন্ম দৃষ্টির সংসপর্শে এসে যুক্তিবাদী, সুবিবেচক নাগরিক হয়ে গড়ে উঠছে যারা এগিয়ে নিয়ে যাবে আমাদের দেশকে। নতুন প্রজন্ম স্বপ্নকে স্বপ্ন দেখায়, তাদের হাতে আজ বাংলাদেশ। সবাই মিলে নতুন প্রজন্মের জন্য নির্মল একটি পরিবেশ তৈরি করে দিতে হবে। এতই পরিবেশের প্রতি সবার ভালোবাসা এবং দায়িত্ববোধ জাগ্রত হবে।
রাশেদুল আমিন রাশেদ বলেন, যতই বিতর্ক হবে, মানুষ ততই যুক্তিবাদী হবে। অপকর্ম থেকে ততই দূরে সরে আসবে, সুস্থ সমাজ গড়ে উঠবে। সাইফ চৌধুরী বলেন, এরকম আয়োজনের একটি লক্ষ্য থাকে। আর সেটা হলো লিডারশিপ তৈরি করা, মানুষকে সামনে নিয়ে আসা। মানুষের সৃজনশীলতা বৃদ্ধি পায়।
উল্লেখ্য, সারাদেশের স্কুল ও কলেজের শিক্ষার্থীরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে। প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে দুটি গ্রুপে। প্রেস বিজ্ঞপ্তি।












