নতুন প্রজন্মের কাছে হিজরি সনের গুরুত্ব তুলে ধরতে হবে

মতবিনিময় সভায় বক্তারা

| শনিবার , ১৫ জুন, ২০২৪ at ৮:১৭ পূর্বাহ্ণ

চট্টগ্রাম আউটার স্টেডিয়াম মুক্ত মঞ্চে হিজরি নববর্ষ বরণ অনুষ্ঠান সফল করার লক্ষ্যে চট্টগ্রাম দক্ষিণ জেলা সাংগঠনিক নেতৃবৃন্দের সাথে পরিষদের এক মতবিনিময় সভা গত ৮ জুন অধ্যক্ষ মাওলানা ফেরদৌস আলম আল কাদেরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

মুহাম্মদ আলি হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন হিজরি নববর্ষ উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত মহাসচিব, বিশিষ্ট সাংস্কৃতিক সংগঠক সৈয়দ মুহাম্মদ আবু আজম। প্রধান আলোচক ছিলেন পরিষদের যুগ্ম মহাসচিব এম মহিউল আলম চৌধুরী। উপস্থিত ছিলেন কাযী মুহাম্মদ আবু বকর, মাস্টার মুহাম্মদ কমরুদ্দিন। হাজী মুহাম্মদ সওদাগর, যুবনেতা আরিফুল হক রানা, মুহাম্মদ নাসিম, আবদুল গফুর, ফরিদুল আলম প্রমুখ। সভায় প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ মুহাম্মদ আবু আজম বলেন, হিজরি সন মুসলমানদের গৌরবময় ইতিহাস ও ঐতিহ্যের সাথে ওতপ্রোতভাবে মিশে আছে। বছরব্যাপী মুসলমানদের যাবতীয় আচার অনুষ্ঠান হিজরি ক্যালেন্ডার অনুযায়ী পালিত হয়ে আসছে। অথচ সে হিজরি সনের বরণ ও বিদায়টি সংখ্যাগরিষ্ঠ মুসলিম অধ্যুষিত দেশে শাসক কিংবা জনগণ সবারই অগোচরে থাকে। হিজরি সনের গুরুত্বটা আমরা কেউ উপলব্ধি করতে সচেতন নয়। তাই নতুন প্রজন্মের কাছে হিজরি সনের গুরুত্ব তুলে ধরতে আগামী ৮ জুলাই হিজরি নববর্ষ উদযাপনের অনুষ্ঠানটি বিশেষ গুরুত্বপূর্ণ। এতে বক্তারা সকলকে অংশগ্রহণ করার আহ্বান জানান।

পূর্ববর্তী নিবন্ধজলবায়ু সংরক্ষণে ধর্মীয় সমপ্রীতি শীর্ষক সেমিনার
পরবর্তী নিবন্ধশিশুশ্রম বন্ধ ছাড়া শিশুদের শারীরিক ও মানসিক বিকাশ সম্ভব নয়