নতুন প্রজন্মের কাছে জিয়া সাহসী বীর হিসেবে বেঁচে থাকবেন

মোহরায় খাদ্যসামগ্রী বিতরণকালে বক্কর

| মঙ্গলবার , ১ জুন, ২০২১ at ১২:৩০ অপরাহ্ণ

মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর বলেছেন, রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের ইতিহাসে এক সমুজ্জল নাম। মুক্তিযুদ্ধে জিয়ার যে অবদান তা জাতি সারাজীবন স্মরণ রাখবে। আওয়ামী লীগ সরকার যতই ইতিহাস বিকৃত করুক না কেন, নতুন প্রজন্মের কাছে জিয়া তত জনপ্রিয় আর একজন দেশপ্রেমিক ও সাহসী বীর হিসেবে বেঁচে থাকবেন। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব থাকবে, এদেশের আকাশে যতদিন লাল সবুজের পতাকা উড়বে ততদিন জিয়া থাকবেন। তিনি মুক্তিযুদ্ধের ইতিহাসে এক অবিচ্ছেদ্য অংশ। গতকাল সোমবার নগরীর ৫নং মোহরা ওয়ার্ডে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ওয়ার্ড বিএনপি আয়োজিদ খাদ্যসামগ্রী বিতরণ ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
প্রধান বক্তা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান বলেন, ১৯৭১ সালে জিয়াউর রহমান কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। তার ঘোষণায় বাংলার মানুষ স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছেন। ৫নং মোহরা ওয়ার্ড বিএনপির সভাপতি জানে আলম জিকুর সভাপতিত্বে খাদ্য বিতরণ ও আলোচনা সভায় বক্তব্য দেন, নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ইয়াসিন চৌধুরী লিটন, সদস্য মাহবুবুর আলম, নাজিম উদ্দীন আহমদ, আনোয়ার হোসেন লিপু, গিয়াস উদ্দিন ভূঁইয়া, দিদারুল আলম হিরামন, ইকবাল চৌধুরী, শহিদুল ইসলাম বাদশা, মোহাম্মদ ইব্রাহিম, নুরুল আলম লিটন, মানিক চৌধুরী, দানু সাওদাগর, গুলজার হোসেন, মোর্শেদ কামাল, আকতার হোসেন, নুর নবী, মো. ফরহাদ, ইউসুফ লিটন, মো. ইস্কান্দার, নাসির উদ্দিন, মো. আলমগীর, মো. সাবের, জয়নাল আবদিন, শহিদুল ইসলাম ছোটন, আনিসুর রহমান ইমন, মনছুর আলম, সোলাইমান, সরওয়ার হোসেন, ইলিয়াছ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসিওসি ’৮৬র ১১৬তম সভা
পরবর্তী নিবন্ধদুই বিস্কুট কারখানাকে ৮ লক্ষ টাকা জরিমানা