অসামপ্রদায়িক মানস সৃষ্টি, আন্তঃধর্মীয় সমপ্রীতি সুরক্ষা, দেশপ্রেমিক ও দায়িত্ববোধ সম্পন্ন নাগরিক গঠনপূর্বক সমাজে শান্তি প্রতিষ্ঠায় শিক্ষার্থীদের সচেষ্ট থাকতে হবে। গতকাল শনিবার নগরীর একটি রেস্টুরেন্টে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রাঙ্গুনিয়া স্টুডেন্টস ফোরামের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পালি ও সংস্কৃত বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. জিনবোধি ভিক্ষু। রাঙ্গুনিয়া স্টুডেন্টস ফোরাম-চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সভাপতি ইকবাল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিনহাজুর রহমান শিহাবের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন এ্যাডভোকেট রেহানা বেগম। স্বাগত বক্তব্য রাখেন পেয়ারউদ্দীন মাহমুদ চৌধুরী। এছাড়া উপস্থিত ছিলেন সংগঠনের মহিউদ্দীন হাসান, সুমন দেব, মেহেরাজ হোসেন, মাহফুজুর রহমান প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।