নতুন প্রজন্মকে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে হবে

এইচ এস সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনায় মেয়র

| বুধবার , ২৬ জুন, ২০২৪ at ১১:০৫ পূর্বাহ্ণ

চসিক মেয়র মো. রেজাউল করিম চৌধুরী বলেছেন,দেশকে উন্নয়ন ও অগ্রগতির দিকে নিয়ে যেতে হলে শিক্ষার বিকল্প নেই। পৃথিবীর যে সকল দেশ উন্নতির শিখরে পৌঁছেছে তার পেছনে বড় অবদান ছিল শিক্ষা। তিনি গতকাল মঙ্গলবার পাহাড়তলী কলেজে এইচ.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। কলেজ গভর্নিং বডির সভাপতি সুশীল কুমার হালদারের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন ওয়ার্ড কাউন্সিলর মো. ওয়াসিম উদ্দিন চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন অধ্যক্ষ শ্যামল কান্তি মজুমদার। উপস্থিত ছিলেন মোহাম্মদ হানিফ, এম বি আবু বক্কর সিদ্দিকী, আবুল হাশেম শাহ। অনুষ্ঠান পরিচালনা করেন রাশেদ মাহমুদ।

প্রধান অতিথি আরো বলেন, নতুন প্রজন্মকে মান সম্মত শিক্ষা প্রদান করে তাদেরকে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে হবে। একই সাথে কারিগরি শিক্ষার উপর গুরুত্ব দিতে তিনি শিক্ষক অভিভাবকসহ সকলের প্রতি আহবান জানান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধফ্লাইট বাতিলে আবুধাবিতে বিমানের শিডিউল বিপর্যয়
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে ৫ ছিনতাইকারী গ্রেফতার