জ্ঞানতাপস ড. মুহাম্মদ শহীদুল্লাহ্কে স্মরণ করতে পারলে বর্তমান প্রজন্ম আলোকিত হবে। নব প্রজন্মকে শুদ্ধ ও সঠিক পথে চলার জন্য তাঁর জীবন ও কর্মের কথা তাদের জানানো আমাদের দায়িত্ব।
ড. মুহম্মদ শহীদুল্লাহ্র ৫২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ মুসলমান ইতিহাস সমিতি গত ১৩ জুলাই ভার্চুয়াল আলোচনা সভার আয়োজন করে। এতে বক্তারা এসব কথা বলেন। তাঁর জন্ম ও মৃত্যু দিবস রাষ্ট্রীয়ভাবে পালন করারও আহ্বান জানান তারা।সংগঠনের সভাপতি সোহেল মো. ফখরুদ-দীনের সভাপতিত্বে ও সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন ড. শহীদুল্লাহ্র নাতনী কবি কাউসার জাহান ফরিদা মনি শহীদুল্লাহ্। প্রধান আলোচক ছিলেন অধ্যাপক ড. মুহাম্মদ আনোয়ার হোসাইন। বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপ কমিটির সদস্য এম তসলিম উদ্দিন রানা, অধ্যাপক জিতেন্দ্র লাল বড়ুয়া, সমিতির সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোহাম্মদ ইউনুস কুতুবী, ডা. মআআ মুক্তাদীর, সাফাত বিন সানাউল্লাহ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।