নতুন প্রজন্মকে আবু মুছা চৌধুরীর মতো সাহসী হওয়ার আহবান

স্মরণসভায় ডা. মাহফুজ

| রবিবার , ৯ জুলাই, ২০২৩ at ৬:১৫ পূর্বাহ্ণ

বাংলাদেশের মুক্তিসংগ্রাম ও মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্রের চেয়ারম্যান ডা. মাহফুজুর রহমান বলেছেন, মুক্তিযুদ্ধের ইতিহাসে নৌকমান্ডো আবু মুছা চৌধুরীর অপারেশনগুলো মাইলফলক। এসব অপারেশন মুক্তিযুদ্ধে বাঙালির বিজয় ত্বরান্বিত করেছিল। বীর মুক্তিযোদ্ধা, নৌকমান্ডো আবু মুছা চৌধুরীর ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল শনিবার বাংলাদেশের মুক্তিসংগ্রাম ও মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্র আয়োজিত শোকসভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। ডা. মাহফুজুর রহমান নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় দেশগড়ার জন্য আবু মুছা চৌধুরীর মতো সাহসী হওয়ার আহবান জানান। সোলায়মান খানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন জাহাঙ্গীর চৌধুরী, অধ্যাপক দিলীপ কান্তি দাশ, মুজতবা কামাল, অধ্যাপক মনোজিত কুমার ধর, অধ্যাপক ইসহাক উদ্দিন, অধ্যক্ষ নাজিম উদ্দীন, মশিউর রহমান খান, আবদুল মাবুদ, জসিম উদ্দিন, আবু তাহের, কামাল পাশা, নারায়ণহাট ইউপি চেয়ারম্যান আবু জাফর মাহমুদ, সাংবাদিক মহসীন কাজী। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচন্দনাইশ উপজেলা আ. লীগের বর্ধিত সভা
পরবর্তী নিবন্ধসীতাকুণ্ডে ৪০ কেজি ইলিশ জব্দ, নিলামে বিক্রি