নতুন প্রজন্মই পারে স্মার্ট দেশ গড়তে : এমপি মোতাহের

| বৃহস্পতিবার , ১৪ মার্চ, ২০২৪ at ৯:৩৩ পূর্বাহ্ণ

দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে দেশ। নতুন প্রজন্মই পারে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে। সকল সনাতনীদের ঐক্যবদ্ধ থেকে বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ বিনির্মাণে কাজ করতে হবে। তিনি গত ১০ মার্চ পটিয়া উপজেলার পাঁচুরিয়ায় ধর্মসম্মেলন ও গুণীজন সংবর্ধনায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। অক্ষয় কুমার নাথের সভাপতিত্বে ও ডা. অনুপম নাথের সঞ্চালনায় অনুষ্ঠানে মঙ্গলপ্রদীপ প্রজ্জ্বলন করেন বিমলেন্দু নাথ। আশীর্বাদক ছিলেন দাস। প্রধান আলোচক ছিলেন পলাশ কান্তি নাথ রণী। বিশেষ অতিথি ছিলেন প্রফেসর ইঞ্জিনিয়ার আশুতোষ নাথ, ত্রিদিব কুমার দত্ত (শিমুল), পুলক চৌধুরী, অধ্যাপক যদু রঞ্জন চৌধুরী, মো. সাইফুল ইসলাম, ইদ্রিস খান কপিল, সুভাষ চন্দ্র নাথ, ডা. অরুণ কান্তি শীল, টিটু কুমার দে, লিটন বড়ুয়া, দেবাশীষ ধর বাপন, এড. সঞ্জয় দে, ডা. রিপন চৌধুরী, করুণাময়ী বড়ুয়া, দোলন বড়ুয়া, শিক্ষক পবন কুমার নাথ, ডা. সন্তোষ নাথ, দুলাল কান্তি নাথ, ডা. স্বপন বসাক প্রমুখ। বক্তব্য রাখেন দীপক নাথ, বনমালী নাথ ও সাধারণ সম্পাদক বাবলু নাথ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবসন্তের পাহাড়ে জলপাই বুলবুল
পরবর্তী নিবন্ধআনোয়ারায় আগুনে ৬ বসতঘর পুড়ে ছাই