মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ.জ.ম নাছির উদ্দিন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে শিক্ষা ক্ষেত্রে অনেক এগিয়েছে দেশ। নতুন প্রজন্মই পারে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে। তিনি গতকাল বুধবার বানী অর্চনা উপলক্ষে চট্টগ্রাম আইন কলেজ ছাত্র–যুব ঐক্য পরিষদের উদ্যোগে নগরীর জেএম সেন হলে ছাত্র–ছাত্রীদের মাঝে শিক্ষাসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
সংগঠনের সভাপতি দীপক বড়ুয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কপিল দাশগুপ্তের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন জাতীয় শ্রমিক লীগ নেতা শফর আলী, এডিশনাল পিপি চন্দন বিশ্বাস, অ্যাড. চন্দন কুমার তালুকদার, আশীষ কুমার ভট্টাচার্য, অধ্যাপক অর্পণ কান্তি ব্যানার্জী, সুমন দেবনাথ, কাউন্সিলর শৈবাল দাশ সুমন, সুজিত দাশ, হিল্লোল সেন উজ্জ্বল, অ্যাড. নিখিল কুমার নাথ, মিথুন মল্লিক, অ্যাড. নটু চৌধুরী, অ্যাড. দিপক কুমার নাথ, অ্যাড. বিবেকানন্দ চৌধুরী, অ্যাড. টিপু শীল জয়দেব, অপরেশ দাশ, নিউটন দে, শ্যামল চৌধুরী, বিশ্বজিৎ রায়, অসীক দত্ত, বিটু মুহুরী, অনিন্দ্য দেব, রহমত উল্লাহ রিফাত, আবদুল খালেক, শামীম চৌধুরী, রুমেল শীল, বিশ্বজিত চৌধুরী, শান্তনু, রাহুল মিত্র বাপ্পা, ফুলন কুমার সিংহ, রাজীব পাল কাব্য, রকি চৌধুরী, অভিজিত দে, শ্রবনী রায়, টুম্পা সেন, সুজয় ভট্টাচার্য, সৌরভ দত্ত, জয়দেব বৈদ্য, সুপ্রিয়া দাশ, বৃস্টি দাশগুপ্তা, সুতন্বী সিকদার, অনিক বিশ্বাস, প্রিয়তম দত্ত, শুভ দাশ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।