নতুন প্রকল্পে নিশ্চিত করতে হবে পরিবেশের অবস্থানগত ছাড়পত্র

পরিবেশ অধিদপ্তরের মতবিনিময় সভায় অভিমত

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ২৩ নভেম্বর, ২০২১ at ১০:৩৮ পূর্বাহ্ণ

পরিবেশ আইনে ৬ তলার বেশি হলেই পরিবেশগত ছাড়পত্র বাধ্যতামূলক হলেও দালান নির্মাণকারীদের আগ্রহ কম বলে জানিয়েছে পরিবেশ অধিদপ্তর। গত রোববার পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগর কার্যালয়ে ‘পরিবেশগত ছাড়পত্রের পূর্বে অবস্থানগত ছাড়পত্র গ্রহণের প্রয়োজনীয়তা’ বিষয়ে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে কার্যালয়ের পরিচালক (সরকারের যুগ্ম সচিব) মো. নূরুল্লাহ নূরী এ কথা বলেন।
অনুষ্ঠানে পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা বলেন, নতুন প্রকল্প গ্রহণের শুরুতে পরিবেশ অধিদপ্তরের অবস্থানগত ছাড়পত্র নিশ্চিত করতে হবে। কারণ অবস্থানগত ছাড়পত্র না মিললে পরবর্তীতে পরিবেশ ছাড়পত্র পাওয়া যাবে না। এতে পুরো বিনিয়োগ ঝুঁকিতে পড়বে।
সরকারি বিভিন্ন দপ্তর, শিল্প প্রতিষ্ঠানের উদ্যোক্তা ও প্রতিনিধিদের উপস্থিতিতে আয়োজিত মতবিনিময় সভায় পাওয়ার পয়েন্টের মাধ্যমে মূল প্রবন্ধ উপস্থাপন করেন কার্যালয়ের উপ-পরিচালক মিয়া মাহমুদুল হক।
অনুষ্ঠানে পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মো. ফেরদৌস আনোয়ার, জমির উদ্দিন, সেলিনা আকতার, জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার মীকি মারমা, সিডিএর নির্বাহী প্রকৌশলী ইঞ্জিনিয়ার মোহাম্মদ ওসমান, চসিকের নগর পরিকল্পনাবিদ আবদুল্লাহ আল ওমর, সিএমপির সহকারী কমিশনার মো. মমতাজ উদ্দিন, কর্ণফুলী গ্যাসের উপ-মহাব্যবস্থাপক শামসুল করিম, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক জাহানারা ইয়াসমিন, রোমানা আকতার ও আবুল মুনসুর মোল্লা বক্তব্য দেন।
বক্তারা বলেন, প্রকৃতি ও পরিবেশের ক্ষতিকর প্রভাব থেকে ভবিষ্যৎ প্রজন্মকে মুক্ত রাখতে পরিবেশসম্মত শিল্পায়নের বিকল্প নেই। নিজেদের রক্ষার জন্যে হলেও সবুজকে রক্ষা করতে হবে।
কল-কারখানা, দালান নির্মাণের ক্ষেত্রে পরিবেশকে প্রাধান্য দিতে হবে। পানির সর্বোচ্চ ব্যবহার করতে হবে। রোধ করতে হবে পানি, বায়ু ও শব্দ দূষণও।

পূর্ববর্তী নিবন্ধসোশ্যাল ইসলামী ব্যাংকের ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
পরবর্তী নিবন্ধনতুন ফটোশুটে চমকে দিলেন বিদ্যা