নতুন পরিচয়ে জ্যোতিকা জ্যোতি

| বুধবার , ১৫ মার্চ, ২০২৩ at ১০:৪৬ পূর্বাহ্ণ

বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরিচালকের দায়িত্ব পেলেন অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি। সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনে জানায়, আগামী দুই বছরের জন্য জ্যোতিকে চুক্তিতে ওই পদে দায়িত্ব দেওয়া হয়েছে। বাংলাদেশ শিল্পকলা একাডেমি (কর্মকর্তা ও কর্মচারী) প্রবিধানমালা, ১৯৯২ এর বিধি() অনুযায়ী অভিনয়শিল্পী ও সংস্কৃতিমনস্ক ব্যক্তি জ্যোতিকা পাল জ্যোতিকে অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী দুই বছর মেয়াদে বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হল। খবর বিডিনিউজের।

জ্যোতি বলেন, আমি এখন মন্ত্রণালয়ে আছি। এখান থেকে দাপ্তরিক কিছু বিষয় সম্পন্ন করে শিল্পকলায় যাব। দায়িত্ব গ্রহণ করার পর বিস্তারিত বলব। তবে এ রকম একটি দায়িত্বে আমাকে বিবেচনা করার জন্য কৃতজ্ঞতা জানাই সংশ্লিষ্ট সকলের প্রতি। কোন বিভাগের দায়িত্ব পাচ্ছেন জানতে চাইলে জ্যোতি বলেন, কোন বিভাগের দায়িত্ব গ্রহণ করতে হবে এখনও বিস্তারিত জানতে পারিনি। শিল্পকলার মহাপরিচালকের সঙ্গে আলাপ করে জানতে পারব। তবে শিল্পকলা একাডেমির একজন কর্মকর্তা বলেছেন, গবেষণা ও প্রকাশনা বিভাগের পরিচালকের পদটি এখন খালি, সেখানেই হয়ত দায়িত্ব পেতে যাচ্ছেন জ্যোতিকা জ্যোতি।

পূর্ববর্তী নিবন্ধএবার উপস্থাপনায় জেসিয়া ইসলাম
পরবর্তী নিবন্ধঈদে আসছে ‘বলছি মেয়ে শোনো’