নতুন পরিচয়ে কাবিলা

| সোমবার , ৩ মে, ২০২১ at ১০:৪২ পূর্বাহ্ণ

সহকারী পরিচালক থেকে পরিচালক, পরবর্তীতে হয়ে গেলেন অভিনেতা। ভিন্নধর্মী অভিনয় দিয়ে জয় করলেন হাজারো ভক্তের মন। তিনি ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল হক পলাশ। যিনি ব্যাচেলর পয়েন্ট নাটকে কাবিলা চরিত্রে অভিনয় করে রাতারাতি এই নামে পরিচিত হয়ে ওঠেন। এই নামেই অধিকাংশ নাট্যপ্রেমীরা তাকে চেনেন। নতুন খবর হলো, অভিনেতা পরিচয়ের পাশাপাশি এবার নতুন পরিচয়ে হাজির হলেন জিয়াউল হক পলাশ ওরফে কাবিলা। অনলাইনে একটি ফ্যাশন ব্র্যান্ড চালু করেছেন তিনি। অভিনেতার প্রতিষ্ঠানটির নাম ‘হাইওয়ে’। এখানে পাওয়া যাবে নানা রঙ ও ডিজাইনের টি-শার্ট। আরও আছে পলাশের অভিনীত ব্যাচেলর পয়েন্ট, সার প্রাইজ, সিঙ্গেল, ফিমেল, এঙ গার্লফ্রেন্ডসহ পলাশ অভিনীত বেশ কিছু নাটকের নাম সম্বলিত নকশা। জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা মুস্তফা সরয়ার ফারুকীর সহকারী পরিচালক হিসেবে কর্মজীবন শুরু করেছিলেন নোয়াখালীর ছেলে পলাশ। তার জীবনের লক্ষ্যই ছিল ডিরেক্টর হওয়া। সেই লক্ষ্যেই কাজ শুরু করেছিলেন ফারুকীর সঙ্গে। এই নির্মাতার সঙ্গে দুই বছর কাজ করার পর তিনি নাম লেখান আরেক নির্মাতা ইশতিয়াক আহমেদ রুমেলের টিমে। টানা তিন বছর রুমেলের সঙ্গে সহকারী পরিচালক হিসেবে কাজ করেন পলাশ। এরপর তিনি হঠাৎ নাম লেখান অভিনয়ে। একে একে অভিনয় করেন ব্যাচেলর পয়েন্ট, এঙ বয়ফ্রেন্ড, এঙ গার্লফ্রেন্ড, ব্যাচেলর ঈদ, ব্যাচেলর ট্রিপ, মি অ্যান্ড ইউ, ইনকমপ্লিট, মুঠোফোন’সহ অসংখ্য নাটকে। পাশাপাশি ‘ফ্রেন্ড উইথ বেনিফিট’ ও সার প্রাইজ’ নামে দুটি নাটক পরিচালনাও করেন। আসন্ন ঈদ উপলক্ষে আবারও পরিচালনার চেয়ারে দেখা যাবে জিয়াউল হক পলাশকে। নাট্য জগতের জনপ্রিয় দুই তারকা তাহসান রহমান খান ও তানজিন তিশাকে নিয়ে একটি নাটক নির্মাণ করেছেন তিনি। তাছাড়া বেশ কিছু নাটকে তাকে অভিনয় করতেও দেখা যাবে। এ সবের পাশাপাশি পলাশ এখন ব্যস্ত তার ফ্যাশন ব্র্যান্ড ‘হাইওয়ে’ নিয়ে।

পূর্ববর্তী নিবন্ধপশ্চিমবঙ্গের ভোটে তারকাদের কে জিতলেন কে হারলেন
পরবর্তী নিবন্ধমোশাররফের অন্যরূপ