নতুন পরিচালক ব্রি. জেনারেল শামীম আহসান

চমেক হাসপাতাল

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ২১ ডিসেম্বর, ২০২১ at ৬:০৯ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের নতুন পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন সশস্ত্র বাহিনী বিভাগের ব্রিগেডিয়ার জেনারেল মো. শামীম আহসান। আর বর্তমান পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এস এম হুমায়ুন কবীরকে সশস্ত্র বাহিনী বিভাগে ফিরিয়ে নেয়া হয়েছে। গতকাল সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। মন্ত্রণালয়ের প্রেষণ-১ অধিশাখার উপ-সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে উল্লেখ করা হয়েছে।
২০২০ সালের ১ মার্চ চমেক হাসপাতালের পরিচালক পদে যোগ দেন ব্রিগেডিয়ার জেনারেল এস এম হুমায়ুন কবীর।

পূর্ববর্তী নিবন্ধএসএসসি পরীক্ষার ফল ২৩-২৮ ডিসেম্বরের মধ্যে
পরবর্তী নিবন্ধচাঁদাবাজির মামলায় হেলেনা জাহাঙ্গীরের নামে চার্জশিট