নতুন নেতৃত্বকে সহায়তা করতে লেবাননে ম্যাক্রাঁ

| শনিবার , ১৮ জানুয়ারি, ২০২৫ at ১০:৪৭ পূর্বাহ্ণ

ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রাঁ লেবাননের সাথে সম্পর্কের নতুন অধ্যায় শুরু করতে বৈরুতে দেশটির নতুন প্রেসিডেন্টের সাথে সাক্ষাৎ করবেন। গতকাল শুক্রবার বৈরুত থেকে এএফপি এই খবর জানায়। দুই বছরেরও বেশি সময় ধরে রাজনৈতিক শূন্যতার পর লেবাননে ৯ জানুয়ারির নির্বাচনে জোসেফ আউন প্রেসিডেন্ট নির্বাচিত হন। যিনি প্রধানমন্ত্রী হিসাবে নওয়াফ সালামকে পছন্দ করেছেন। জোসেফ আউন এবং সালামকে সহায়তা করতে ম্যাক্রাঁর এই লেবানন সফর। খবর বাসসের।

বিদায়ী প্রধানমন্ত্রী নাজিব মিকাতি বলেছেন, তিনি বৈরুত বিমানবন্দরে ম্যাক্রাঁকে স্বাগত জানাবেন। ইমানুয়েল ম্যাক্রাঁ বৈরুতে জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেসের সাথে দেখা করবেন বলে মনে করা হচ্ছে। কারণ হিজবুল্লাহ ও ইসরাইলের মধ্যে যুদ্ধ বিরতি চুক্তি পুরোপুরি বাস্তবায়নের সময়সীমা ২৬ জানুয়ারি সামনে চলে আসছে।

বিশ্লেষকরা মনে করছেন ইসরাইলের সাথে যুদ্ধে হিজবুল্লাহর দুর্বল হয়ে যাওয়ার কারনেই লেবাননের বহুধাবিভক্ত রাজনৈতিক দলগুলো জোসেফ আউনকে প্রেসিডেন্ট নির্বাচিত করেছে।

লেবাননের সাথে ফ্রান্সের বিশেষ সম্পর্ক আছে। প্রথম বিশ্বযুদ্ধের পর ফ্রান্স দুই দশক ধরে লেবাননকে শাসন করেছে।

পূর্ববর্তী নিবন্ধহানিমুন থেকে ফিরেই রোহিঙ্গা ক্যাম্পে কেন তাহসান
পরবর্তী নিবন্ধপ্রায় ২,৫০০ জনের সাজা মওকুফ করলেন বাইডেন