নতুন নিয়মে শৃঙ্খলা ফিরেছে, কমেছে প্রবাসীদের ভোগান্তি

সৌদির টিকেট

| মঙ্গলবার , ৬ অক্টোবর, ২০২০ at ৬:২৪ পূর্বাহ্ণ

সৌদি আরবে ফেরার টিকেট পাওয়া নিয়ে ভোগান্তিতে থাকা প্রবাসীদের কয়েকটি ক্যাটাগরিতে ভাগ করে টিকেট দেওয়া শুরু করেছে সাউদিয়া এয়ারলাইন্স। আগামী তিন দিনের মধ্যে যাদের ভিসার মেয়াদ শেষ হচ্ছে, তারা কোনো টোকেন না থাকলেও সরাসরি কাউন্টারে গিয়ে টিকেট সংগ্রহ করতে পারছেন। নতুন এই ব্যবস্থা চালুর পর গতকাল সোমবার সকাল থেকে ঢাকার কারওয়ানবাজারের সোনারগাঁও হোটেলে সাউদিয়ার টিকেট কান্টারের সামনে ভিড় ও জটলা কমে এসেছে। মহামারীকালে দেশে আসা সৌদি আরব প্রবাসীদের ফেরতের জটিলতা কাটলেও যাত্রী অনেক হওয়ায় টিকেট পাওয়া নিয়ে বিড়ম্বনা চলছিল গত কয়েক দিন ধরেই। খবর বিডিনিউজের।
গত রোববার কয়েক হাজার মানুষ সাউদিয়া কার্যালয়ে সমানে বিক্ষোভ শুরু করলে তাদের সামলাতে লাঠিপেটা করে পুলিশ। পরে বিক্ষুব্ধরা প্রায় দেড় ঘণ্টা কারওয়ান বাজারে সড়ক অবরোধ করে রাখেন।
কোভিড-১৯ মহামারীর কারণে গত মার্চের শেষ দিকে সারাবিশ্বের সঙ্গে বিমান যোগাযোগ বন্ধ করে করে দেয় সৌদি আরব। তার আগেই ফিরতি টিকেট (রিটার্ন টিকেট) কিনে বাংলাদেশে এসেছিলেন এই প্রবাসীরা। এর বাইরেও নতুন করে ২৫ হাজার বাংলাদেশি সৌদি আরবে যাওয়ার অনুমতি পেয়েছিলেন। কিন্তু আগে থেকে বুকিং দেওয়া যাত্রীদেরই আপাতত টিকেট দেওয়া হচ্ছে। গত ২০ দিন ধরেই টিকেট প্রত্যাশীরা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও সাউদিয়ার কার্যালয়ের বাইরে অবস্থান নিয়ে আছেন সমস্যা সমাধানের আশায়। কখনও কখনও ভিড় বেড়ে গিয়ে হাজারো মানুষের জমায়েত হয়ে যাচ্ছে। তারা রাস্তায় নেমে বিক্ষোভও দেখাচ্ছেন। কিন্তু সমাধান হচ্ছে খুবই ধীরে। গতকাল সোমবারও টিকেট কান্টারের আশপাশে কয়েকশ মানুষের উপস্থিতি দেখা যায়। তবে সোনারগাঁও হোটেলের ভেতরের পরিস্থিতি ছিল বেশ শান্ত।
বেলা ১১টার দিকে মোরশেদ আলম নামে একজন কর্মী লাউডস্পিকারে ঘোষণা দেন, আগামী ১৩ অক্টোবরের মধ্যে যাদের ভিসার মেয়াদ শেষ হচ্ছে, তারা অন্যান্য কাগজপত্র সঠিক থাকলে এখনই টিকেট সংগ্রহ করতে পারবেন। তিনি বলেন, অপেক্ষমাণদের মধ্যে এমন কেউ থাকলে ভেতরে চলে আসুন। আগামী ৩ দিনের মধ্যে যাদের ভিসার মেয়াদ শেষ হচ্ছে তারা অগ্রাধিকার ভিত্তিতে টিকেট পাবেন। মোরশেদ লাউডস্পিকারে বলেন, যারা ভিসার মেয়াদ, ফোন নম্বর ও পুরনো টিকেটের তথ্য দিয়ে ফরম পূরণ করেছিলেন, তাদের টিকেটের খবর এসএমএসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। যারা ফরমটি পূরণ করেননি তারা এখনও পূরণ করতে পারেন। অগ্রিম টিকেটের কী পরিমাণ যাত্রীকে সৌদি আরবে পাঠাতে হবে তার সঠিক তথ্য ঢাকা অফিসের জানা নেই বলে জানিয়েছেন সাউদিয়ার সেলস ম্যানেজার ওমর খইয়াম। ফলে যাত্রীর চাপ বেড়ে গেলে ঘোষিত সিদ্ধান্তেও পরিবর্তন আসতে পারে।
বগুড়া থেকে আসা সোয়াইব বলেন, আজকেসহ মোট ৮দিন কেটেছে হোটেল সোনারগাঁওয়ের ফুটপাথে। আজ শুনলাম আমি টিকেট পাব আরও কয়েকদিন পরে। কিন্তু তাদেরও তো শুধু সিদ্ধান্ত পরিবর্তন হচ্ছে। নিশ্চিন্ত হই কীভাবে?

পূর্ববর্তী নিবন্ধঅভাব স্থায়ী সেতুর
পরবর্তী নিবন্ধক্লিনিক্যাল ট্রায়ালে যেতে চায় গ্লোব বায়োটেক