লকডাউনের কারণে অনেকদিন কোনো শুটিংয়ে অংশগ্রহণ করেননি তারা। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর আবারও কাজে নেমেছেন। স্বাস্থ্য বিধি মেনে লাইট ক্যামেরার সামনে দাঁড়াচ্ছেন। সেই ধারাবাহিকতায় নতুন নাটকে জুটি হয়ে আসছেন সৈয়দ জামান শাওন ও সাফা কবির। তারা কাজ করেছেন নাজমুল রনি পরিচালিত ‘ও আমার বাসর রাত’ নামের নাটকে। এর গল্প সম্পর্কে জানতে চাইলে পরিচালক বলেন, ‘একটি বিয়ে বাড়ি নিয়ে ভিন্ন আঙ্গিকের গল্প। এখানে দেখা যাবে সারাদিন বিয়ে নিয়ে খুব খাটনি গেলেও বাসররাতের জন্য শাওনকে বেশ খুশি দেখাচ্ছে। কিন্তু বাসরঘরে ঢুকতে পারছে না। রাত অনেক হচ্ছে কিন্তু আত্মীয়স্বজনরা বসে আছে এখনো। এসব পেরিয়ে তার বাসরঘরে প্রবেশ করার নাটকীয়তাই দেখতে পাবেন দর্শক।
তিনি আরও বলেন, শিগগির নাটকটি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে প্রচার হবে। নাটকটি প্রসঙ্গে অভিনেতা সৈয়দ জামান শাওন বলেন, রনির নির্দেশনায় কয়েকটি নাটকে কাজ করেছি এর আগেও। সবগুলো নাটকের গল্প বেশ ভালো ছিল। ‘ও আমার বাসর রাত’ একেবারেই পারিবারিক ভিন্ন আঙ্গিকের গল্প। কাজটি এনজয় নিয়ে করেছি। সব মিলিয়ে আশা করছি দর্শকের ভালো লাগবে। নাটকটি রচনা করেছেন হামেদ হাসান নোমানের। শাওন-সাফা জুটি ছাড়াও নাটকটিতে রয়েছেন সিয়াম নাসির, তানজিম হাসান অনিক, লামিয়া আলম প্রমুখ।