চট্টগ্রামের আবাসন শিল্পে আধুনিক লাইফ স্টাইলের নান্দনিক ও বিলাসবহুল সুযোগ সুবিধা নিয়ে নতুন নতুন প্রকল্প বাস্তবায়ন করছে দীর্ঘ ১৮ বছরের স্বনামধন্য আবাসন কোম্পানি এপিক প্রপার্টিজ লিমিটেড। সাম্প্রতিক সময়ে বাস্তবায়নাধীন এপিকের সকল প্রকল্পে একইসাথে যেমন অনেকগুলো পরিবার বসবাস করার সুবিধা রাখা হয়েছে তেমনি এবং তাদের উন্নত জীবন ধারনের জন্য অত্যাধুনিক সব সুযোগ সুবিধা তৈরি করে দিচ্ছে এপিক। নতুন প্রকল্প সমূহে রাখা হয়েছে আধুনিক ব্যায়ামাগার, পারিবারিক ও সামাজিক অনুষ্ঠান আয়োজনের জন্য কমিউনিটি হল, বাস্কেট বল গ্রাউন্ড, জগিং এরিয়া, সুইমিং পুল, ডে কেয়ার সেন্টার, একাধিক ব্যাডমিন্টন কোর্ট, মুভি ক্লাব, লাইব্রেরী, ধর্ম সংস্কৃতি চর্চার সকল সুবিধাদি। পুরুষ ও মহিলাদের জন্য আলাদা ফিটনেস সেন্টার ও জিম সুবিধা, এটিএম বুথ, ফার্মেসি, সুপারশপসহ নানা আধুনিক নাগরিক সুবিধা। এছাড়া বাস্তবায়িত প্রকল্প রক্ষনাবেক্ষনে সারাজীবন দায়িত্ব পালন করবে এপিক।
এপিক প্রপার্টিজের পরিচালক প্রকৌশলী আনোয়ার হোসেন জানান, দীর্ঘ ১৮ বছরেরও বেশি সময় ধরে দেশের বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামে আবাসন শিল্প খাতে অনবদ্য ভুমিকা রেখে চলেছে এপিক প্রপার্টিজ লিমিটেড। চট্টগ্রাম ছাড়িয়ে এপিকের শিল্প বিস্তৃতি ঘটেছে রাজধানী ঢাকাতেও। বন্দরনগরী চট্টগ্রামকে আধুনিক বাণিজ্যিক অবকাঠামো এবং আবাসিক স্থাপনায় নান্দনিকভাবে সাজিয়ে তুলতে আকাশ ছোঁয়া সাফল্য এপিক প্রপার্টিজের। এপিকে বর্তমান বাস্তবায়নাধিক প্রকল্পসমূহে নতুন নতুন আধুনিক সুবিধা প্রদান করা হচ্ছে।
এপিক প্রপার্টিজ সব সময় সবশ্রেণীর মানুষের কাছে একটি বিশ্বাস এবং আস্থার নাম। গ্রাহকদের বিশ্বাস এবং আস্থার নির্ভরতায় চট্টগ্রমে বাস্তবায়ন করেছে কয়েকশ আবাসিক ও বাণিজ্যিক প্রকল্প। আবাসিক ও বাণিজ্যিক স্থাপনা নির্মানের পাশাপাশি রেডিমিক্স, ইঞ্জিনিয়ারিং, স্বাস্থ্য, নির্মান কনসাল্টিং-এ নিজেদের দক্ষতা এবং শৈল্পিকতার প্রকাশ ঘটাতে সক্ষম হয়েছে এপিক।
এপিক প্রপার্টিজের পরিচালক প্রকৌশলী আনোয়ার হোসেন আরও বলেন, বর্তমান সময়ে মানুষ খুবই ব্যস্তজীবন যাপন করে। এই ব্যস্ত জীবন ধারার সাথে মিল রেখেই আধুনিক লাইফ স্টাইলের সকল সুবিধাদি দিয়েই আবাসন প্রকল্প বাস্তবায়ন করছে এপিক। এপিকের প্রকল্প মানেই আধুনিক এবং বিলাসী লাইফ স্টাইল। একই প্রকল্পে যাপিত জীবনের সকল আধুনিক সুবিধা। এপিকের সাম্প্রতিক প্রতিটি প্রকল্পেই ৮০ থেকে ১০০টি পর্যন্ত পরিবারের বসবাসের সুযোগ থাকছে। আর এই বহুল সংখ্যক পরিবারের জন্য সকল ধরনের আধুনিক নাগরিক সুবিধাও দেয়া হচ্ছে প্রতিটি প্রকল্পে। সুইমিং পুল থেকে শুরু করে স্বাস্থ্য সুরক্ষা, ডে কেয়ার সেন্টার, একাধিক ব্যাটমিন্টন কোর্ট, মুভি ক্লাব, লাইব্রেরী, ধর্ম সংস্কৃতি চর্চার সকল সুবিধাদি। পুরুষ ও মহিলাদের জন্য আলাদা ফিটনেস সেন্টার ও জিম সুবিধা, এটিএম বুথ, ফার্মেসি, সুপারশপসহ যাবতীয় সুবিধাদি।
প্রকৌশলী আনোয়ার হোসেন জানান, বাংলাদেশের আবাসন শিল্পের উন্নয়ন অবদানে এবং চট্টগ্রাম নগরীকে নান্দনিক সব আবাসন ও বাণিজ্যিক প্রকল্পে বদলে দেওয়ার চিত্রে এপিক প্রপার্টিজ একটি উজ্জ্বল নাম। গ্রাহকদের আস্থা এবং ভালোবাসায় এপিক বিগত ১৮ বছরে কয়েকশ বহুতল বাণিজ্যিক ও আবাসিক প্রকল্প সফলতার সাথে বাস্তবায়ন এবং এর গ্রাহকদের কাছে হস্তান্তর করেছে। চট্টগ্রাম মহানগরীর সবগুলো প্রাইম লোকেশনসহ নগরীর প্রায় প্রতিটি এলাকাতেই রয়েছে এপিক প্রপার্টিজের প্রকল্প।
বর্তমানে এপিকের যেসকল আধুনিক প্রকল্প বাস্তবায়নাধিন, নির্মান শেষের পথে বা নির্মান শেষ হয়েছে তার মধ্যে রয়েছে নগরীর সাউথ খুলশী ইস্পাহানী হিলস এলাকায় ক্রাউন রিজ এপিক (রেডি), ক্রাউন ক্রেস্ট এপিক (অনগোইং), নগরীর বাদশামিয়া সড়কে এপিক ফেরদৌস উইন্ডসোর (অনগোইং),কালা মিয়া বাজার এলাকায় এপিক নুরল্যানড মার্ক (রেডি). লালখান বাজার চানমারী সড়কে এস এ সিদ্দিকী পার্ক (অনগোইং),চকবাজার পারসিভাল হিলে এপিক ভুইয়া ইম্পেরিয়াম (অনগোইং), নাসিরাবাদ হাউজিং এলাকার এপিক হুদা প্যালাসিও (অনগোইং), আসকার দীঘির পাড় এলাকায় গডস গিফটস এপিক ( অনগোইং), উত্তর সিরাজউদ্দোলা রোডের এপিক হাদি ক্যাসেল (অনগোইং), কাতালগঞ্জ আবাসিক এলাকার এপিক সালেহ সিয়েলো (রেডি)। এছাড়া রাজধানী ঢাকার কারওয়ান বাজারে নির্মান কাজ সম্পন্ন হয়েছে স্টুডিও ২৩ নামের একটি আবাসন প্রকল্প এবং নির্মান কাজ চলমান রয়েছে বসুন্ধরা আবাসিক এলাকায় এপিক মারুফা গার্ডেন এবং রামপুরা এলাকায় এপিক গফুর এনক্লেভ নামের দুটি আবাসন প্রকল্পের।
এপিক প্রপার্টিজের পরিচালক প্রকৌশলী আনোয়ার হোসেন বলেন, আবাসন শিল্পের নানা প্রতিকুলতা অতিক্রম করেই এই শিল্পের উন্নয়ন এবং মানুষের আস্থা অর্জনে শতভাগ সাফল্যের পথে অগ্রগামি এপিক প্রপার্টিজ। আগামী দিনে আরও আধুনিক এবং নান্দনিক বিলাসবহুল সব আবাসিক ও বাণিজ্যিক প্রকল্প নিয়ে আসছে এপিক। দীর্ঘ ১৮ বছরের সফল অগ্রযাত্রায় সকল শ্রেণীর মানুষ এপিকের উপর আস্থা রাখায় সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রকৌশলী আনোয়ার হোসেন।