নতুন ধারার বাংলাদেশ বিনির্মাণে জুলাই সনদের আইনী ভিত্তি অপরিহার্য

পেশাজীবীদের সাথে আলোচনা সভায় মুহাম্মদ শাহজাহান

| রবিবার , ৫ অক্টোবর, ২০২৫ at ৫:৫৫ পূর্বাহ্ণ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান বলেছেন, দেশের বিদ্যমান রাজনৈতিক ও অর্থনৈতিক কাঠামো জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় সম্পূর্ণভাবে ব্যর্থ। এই ব্যবস্থার মাধ্যমে জনগণের ন্যায্য দাবি পূরণ সম্ভব নয়। তাই পুরনো বন্দোবস্ত থেকে বেরিয়ে নতুন ধারার একটি বাংলাদেশ গড়তে হবে, যার রূপরেখা ‘জুলাই সনদে’ উপস্থাপিত হয়েছে। এই সনদকে আইনী ভিত্তি প্রদান সময়ের দাবি।

তিনি গতকাল শনিবার দেওয়ান বাজারস্থ মহানগরী জামায়াতের কার্যালয়ে বাংলাদেশ ইসলামী একাডেমি (বিআইএ) মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মহানগরীর উদ্যোগে ৫ দফা গণদাবি আদায়ের লক্ষ্যে পেশাজীবীদের নিয়ে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

বাংলদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর ভারপ্রাপ্ত আমির মুহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে ও মহানগরীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ উল্লাহ ও ফয়সাল মুহাম্মদ ইউনুসের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন মহানগরীর জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ মোরশেদুল ইসলাম চৌধুরী, ডা. এ টি এম রেজাউল করিম, ডা. মুহাম্মদ ইরফান চৌধুরী, ব্যাংকার নাঈম উদ্দিন, ইঞ্জিনিয়ার নুরুল আলম, ইঞ্জিনিয়ার জিল্লুর রহমান, ডা. মাজহারুল ইসলাম, ডা. সাজ্জাদ হোসাইন, ইঞ্জিনিয়ার তাজুল ইসলাম, ইঞ্জিনিয়ার মুহাম্মদ ইসহাক, ব্যাংকার আবুল কালাম প্রমুখ। আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন, নগর কর্মপরিষদ সদস্য ডা. মুহাম্মদ সিদ্দিকুর রহমান, হামেদ হাসান ইলাহী, প্রফেসর মুহাম্মদ সাইফুল্লাহ, মাহমুদুল আলম, ডা. মুহাম্মদ ইউসুফ, ইঞ্জিনিয়ার ফাহমি প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবাঁশখালীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহায়তা প্রদান
পরবর্তী নিবন্ধকর্ণফুলী পেপার মিলকে আধুনিকায়ন করে চালুর পরিকল্পনা করছে সরকার