দেশে নতুন ধরন ও মিউটেশনের কারণে করোনা সংক্রমণ বেশি ছড়াচ্ছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। গতকাল বুধবার অনলাইনে আয়োজিত এক বুলেটিনে স্বাস্থ্য অধিদফতরের অসংক্রামক রোগনিয়ন্ত্রণ কর্মসূচির লাইন ডিরেক্টর ও মুখপাত্র অধ্যাপক ডা. রোবেদ আমিন এ তথ্য জানান।
তিনি বলেন, করোনার দ্বিতীয় ঢেউ পার করছে দেশ। সংক্রমণ ও মৃত্যু বেড়েছে। করোনার নতুন ধরন ও মিউটেশনের কারণে এই ভাইরাস বেশি ছড়াচ্ছে। যারা মারা যাচ্ছেন, তাদের অধিকাংশই বয়স্ক। আমরা প্রতিদিনের তথ্য বিশ্লেষণ করে দেখতে পাচ্ছি, ষাটোর্ধ্বরাই বেশি মৃত্যুবরণ করছেন। তাদের মধ্যে ডায়াবেটিস ও হাইপারটেনশনের রোগী বেশি। তবে করোনার নতুন যে ধরন এসেছে, তাতে তরুণরাও ব্যাপক হারে আক্রান্ত হচ্ছেন। সুতরাং জটিল এই রোগে আক্রান্ত বা আক্রান্ত নয় এটা দেখার কোনো সুযোগ নেই। সবাইকেই সচেতন হতে হবে। মাস্ক ও স্বাস্থ্যবিধিতে জোর দিতে হবে।
ডা. রোবেদ আমিন বলেন, আমরা দেখতে পাচ্ছি সংক্রমণ কমতে শুরু করেছে। তবে মৃত্যুটা বাড়ছে। যার কারণ, কিছুদিন আগের বেপরোয়া চলাচল। দেশে এখন কঠোর লকডাউন চলছে। আশা করছি, আগামী দুই সপ্তাহ পরে আক্রান্ত ও মৃতের সংখ্যা কমে যাবে।