গেল পুরাতন এলো নতুন
বঙ্গবাসীরা সেজেছে উৎসবে।
নাচে গানে ডেকেছে নতুন কে
পুরাতন কে বিদায় দিয়ে।
খোপাই ফুল লাল পেরে শাড়ি
রমণীরা সব দিয়েছে পাড়ি।
ছেলেরা সব সাদা পাঞ্জাবিতে
রঙ্গে ঢঙ্গে করছে বাহাদুরি।
মিষ্টি, পায়েস, দধি, লুচি
খেয়ে দেয়ে ভরবে ভুরি।
চলো যাই চলো যাই
খুশির উল্লাসে করি মাতামাতি।
নতুন করে ফুটবে ফুল
গাইবে পাখি নতুন গান ।
হানাহানি বিদ্বেষ ভুলে
জাতি ধর্ম নির্বিশেষ।
থাকবো আমরা মিলেমিশে।
সবাই মিলে শপথ নিলাম
নতুন বছরের নতুন দিনে।