জল ছুঁই ছুঁই খেলায় মেতে প্রজাপতির দল।
রঙিন পাখায় রঙের বাহার করছে ঝলমল।
মৌমাছিরা গুনগুনিয়ে ফুলের কানেকানে,
নতুনদিনের গান শুনিয়ে ঘুরছে বনে বনে।
ভোরের পাখি গাইছে গান চড়ে মেঘের ভেলা,
ফুলকুঁড়িরা মুগ্ধচোখে দেখছে প্রভাতবেলা।
নতুন অরুণ করতে বরণ বাজেরে শাঁখ, ঢাক
গাঁয়ের বধূ, মাঠের চাষির নেই কোন হাঁকডাক।
বটের মূলে গাঁয়ের মেলা
মোরগ লড়াই, লাঠি খেলা।
নাটাই ঘুড়ি, হাওয়াই মিঠা তাল পাতারই বাঁশি,
শিশুরা সব নিচ্ছে এবং বলছে ভালোবাসি।