অন্তর্বর্তী সরকারের তথ্য ও সমপ্রচার মন্ত্রণালয়ের নতুন উপদেষ্টা হলেন মো. মাহফুজ আলম। এতদিন ধরে নির্দিষ্ট কোনো দপ্তরের দায়িত্বে না থাকা মাহফুজকে তথ্য উপদেষ্টা করে গতকাল বুধবার সন্ধ্যায় প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
বিডিনিউজ জানায় : নতুন গঠিত হতে যাওয়া রাজনৈতিক দলে যোগ দিতে আগের দিন মঙ্গলবার পদত্যাগ করা নাহিদের হাতে থাকা আরেক মন্ত্রণালয়–ডাক, টেলিযোগাযোগ ও আইসিটি নিজের কাছেই রেখেছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। এ নিয়ে প্রধান উপদেষ্টার হাতে থাকল ছয় মন্ত্রণালয় আর গত ১০ নভেম্বর থেকে উপদেষ্টা পরিষদে থাকা মাহফুজ প্রথমবার কোনো মন্ত্রণালয়ের দায়িত্ব নিতে যাচ্ছেন। ছাত্র–জনতার গণ আন্দোলনে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার তিন দিন পর গঠিত অন্তর্বর্তী সরকারে ছাত্র প্রতিনিধি হিসেবে যুক্ত ছিলেন মাহফুজ।