নতুন জ্ঞান অন্বেষণের মাধ্যমেই শিক্ষার উৎকর্ষ সাধন সম্ভব

সিটি কলেজের জার্নাল প্রকাশনা উৎসবে অনুপম সেন

| বুধবার , ১২ জানুয়ারি, ২০২২ at ১০:১৯ পূর্বাহ্ণ

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসের ৫০ তম বার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে সরকারি সিটি কলেজ চট্টগ্রামের উদ্যোগে গত সোমবার জার্নাল প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. অনুপম সেন। বিশেষ অতিথি ছিলেন কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় প্রাক্তন উপাচার্য প্রফেসর ড. মোহিত উল আলম, প্রফেসর আবু মো. মেহেদী হাছান। এছাড়া সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. সুদীপা দত্ত। এসময় ড. অনুপম সেন বলেন, আজকের পৃথিবী জ্ঞানের বিশ্ব। বিশ্ববিদ্যালয় শুধু জ্ঞান দান করে না, জ্ঞান সৃষ্টিও করে। একমাত্র নতুন জ্ঞান অন্বেষণের মধ্য দিয়ে শিক্ষার উৎকর্ষ সাধন সম্ভব। এই ক্ষেত্রে গবেষণাধর্মী জার্নাল প্রকাশনার মাধ্যমে সরকারি সিটি কলেজ জ্ঞানের প্রদীপ প্রজ্বলন করেছে। উক্ত জার্নালে এগারোটি গবেষণা পত্র প্রকাশিত হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবিভিন্ন স্থানে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাববর্তন দিবস পালন
পরবর্তী নিবন্ধবিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর প্রতিষ্ঠাবার্ষিকী পালন