নতুন চাক্তাইয়ে আগুনে ২ দোকান পুড়ে ছাই

আজাদী অনলাইন | শুক্রবার , ৩০ ডিসেম্বর, ২০২২ at ২:০৩ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরের নতুন চাক্তাই রাজাখালী এলাকায় ২ দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৪ ইউনিটের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। শুক্রবার (৩০ ডিসেম্বর) ভোর সাড়ে ৬টায় বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত হয়।

জানা যায়, ভোরে একটি তুলা ও একটি চালের দোকানে আগুন লাগলে লামাবাজার ও নন্দনকানন ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ৩ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ নিয়ে আসে।

চট্টগ্রাম লামা বাজার ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ কামরুজ্জামান বলেন, খবর পেয়ে আমার টিম সাথে সাথে ঘটনাস্থলে পৌঁছায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আগুনে প্রায় ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। উদ্ধার করা হয়েছে ১১ কোটি টাকার মালামাল।

পূর্ববর্তী নিবন্ধপেলের মৃত্যুতে ব্রাজিলে তিন দিনের রাষ্ট্রীয় শোক
পরবর্তী নিবন্ধবান্দরবানে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী পর্যটকের মৃত্যু