সবশেষ ১৬ ম্যাচে জয় মাত্র তিনটি। বাংলাদেশ জাতীয় দলের এই গুটি কয়েক জয়ে সন্তুষ্ট নন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিন। নতুন কোচ হাভিয়ের কাবরেরার সঙ্গে আলাপচারিতায় তাই আরও জয়ের প্রয়োজনটা বুঝিয়ে দিয়েছেন সাবেক এই তারকা ফুটবলার। ১১ মাসের জন্য বাংলাদেশের দায়িত্ব নিতে গত শনিবার ঢাকায় এসেছেন কাবরেরা। নিয়ম অনুযায়ী এই স্প্যানিশ কোচ রয়েছেন কোয়ারেন্টিনে।বুধবার আনুষ্ঠানিকভাবে নতুন কোচ নিয়ে হবে সংবাদ সম্মেলন। বাফুফে ভবনে সোমবার নতুন কোচ নিয়ে কথা বলেন সালাউদ্দিন। ‘মনে হচ্ছে, সে খুব অ্যাক্টিভ কোচ। দেখা যাক তিনি কী করেন। কোচকে বলেছি, আমাদের জয় প্রয়োজন। সর্বোপরি, তাকে পেয়ে আমরা খুশি। এখন আর অতীত নিয়ে পড়ে থাকতে চাই না আমি।’ ক্লাব কোচিংয়ের টুকটাক অভিজ্ঞতা থাকলেও জাতীয় দলের দায়িত্বে এই প্রথম কাবরেরা। বাংলাদেশ দলের ২৩তম বিদেশি কোচ তিনি। জাতীয় দল নিয়ে কাজ করার অতীত অভিজ্ঞতা না থাকলেও তাকে নিয়ে আশাবাদী সালাউদ্দিন।