নতুন কর্মসূচি নিয়ে আগামী ১৯ মে থেকে মাঠে নামছে বিএনপি। ২৭ মে পর্যন্ত চলা এ কর্মসূচিতে চট্টগ্রামসহ দেশের ৮০টি সাংগঠনিক জেলায় সমাবেশ করবে দলটি।
সমাবেশ সফল করতে প্রতিটি জেলার জন্য কেন্দ্রীয় নেতৃবৃন্দকে দায়িত্ব দেয়া হয়েছে। এর মধ্যে চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলার জন্য দায়িত্ব দেয়া হয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনকে। এছাড়া এই তিন সাংগঠনিক জেলাসহ চট্টগ্রাম বিভাগে সমন্বয়কের দায়িত্ব দেয়া হয়েছে বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীমকে।
বিষয়টি নিশ্চিত করে তিনি আজাদীকে বলেন, উচ্চ আদালতের নির্দেশনা অধীনস্থ আদালত এবং সরকারের অবজ্ঞা, গায়েবি মামলায় নির্বিচারে গ্রেপ্তার, মিথ্যা মামলা ও পুলিশি হয়রানি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বিদ্যুতের লোডশেডিং, সরকারের দুর্নীতির প্রতিবাদে এবং ১০ দফা দাবি বাস্তবায়নে কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী ১৯ মে চট্টগ্রামে জনসমাবেশ করা হবে।












