নতুন করে ষষ্ঠ দফায় ৪৮ ঘণ্টার অবরোধের ডাক বিএনপির

আজাদী অনলাইন | সোমবার , ২০ নভেম্বর, ২০২৩ at ১০:১৫ অপরাহ্ণ

আগামী ২২ এবং ২৩ শে নভেম্বর সারা দেশে ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। আজ সোমবার বিকেল সাড়ে চারটার দিকে অনলাইন ব্রিফিংয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী দলের এই সিদ্ধান্ত জানিয়েছেন।

বুধবার ভোর ছয়টা থেকে শুক্রবার ভোর ছয়টা পর্যন্ত ৪৮ ঘণ্টা সড়ক-রেল-নৌপথে সর্বাত্মক এই অবরোধ কর্মসূচি ঘোষণা করেছেন মি. রিজভী।

গত ২৮শে অক্টোবর তাদের ডাকা সহাসমাবেশকে ঘিরে ঢাকায় হয়ে যাওয়া সহিংসতার পর একদিন হরতালের ডাক দিয়েছিল বিএনপি।
এরপর থেকে এ পর্যন্ত পাঁচ দফায় অবরোধ কর্মসূচি পালন করেছে বিএনপি।

সবশেষ ১৫ই নভেম্বর প্রধান নির্বাচন কমিশনার নির্বাচনের তফসিল ঘোষণা করলে তা প্রত্যাখ্যান করে ১৯ এবং ২০শে নভেম্বর হরতালের ডাক দেয় তারা।

পূর্ববর্তী নিবন্ধবোয়ালখালীতে আ.লীগ নেতার বালু মহালে অভিযান, বালুভর্তি ট্রাক জব্দ
পরবর্তী নিবন্ধহরতালের প্রভাব পড়েনি নাগরিক জীবনে