নতুন করে কৌশলগত পারমাণবিক অস্ত্র মহড়া শুরু রাশিয়ার

| বৃহস্পতিবার , ৩১ অক্টোবর, ২০২৪ at ৭:৩৪ পূর্বাহ্ণ

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নতুন করে কৌশলগত পারমাণবিক অস্ত্র মহড়া শুরুর ঘোষণা দিয়েছেন। ব্যালিস্টিক এবং ক্রুজ ক্ষেপণাস্ত্র ছোড়ার মহড়া চলবে। শীর্ষ কর্মকর্তারা এসব অস্ত্রের ব্যবহার তাদের কতটা আয়ত্বে আছে তা নতুন করে খতিয়ে দেখবেন বলে জানিয়েছেন পুতিন। তিনি বলেন, আজ (মঙ্গলবার) আমরা কৌশলগত পারমাণবিক বাহিনীর আরেকটি মহড়া পরিচালনা করছি। খবর বিডিনিউজের।

পুতিন বলেন, রাশিয়া কোনও অস্ত্র প্রতিযোগিতায় অংশ নেবে না। তবে মস্কো চায় তাদের পারমাণবিক বাহিনী অস্ত্র ব্যবহারের জন্য প্রস্তুত থাকুক।

ইউক্রেন যুদ্ধ নিয়ে পশ্চিমাদের সঙ্গে বাড়তে থাকা উত্তেজনার মধ্যে পুতিন বরাবরই নিজ দেশের পারমাণবিক শক্তি জাহির করে আসছেন। পশ্চিমাদেরকে ইউক্রেনকে সমর্থন দেওয়া থেকে নিবৃত্ত করতেই পুতিন এই পারমাণবিক তলোয়ার ঘুরাচ্ছেন।

গত মে মাসেও কৌশলগত পারমাণবিক অস্ত্র উৎক্ষেপণের প্রস্তুতি হিসেবে প্রথম পর্যায়ের মহড়া শুরু করেছিল রুশ বাহিনী। প্রেসিডেন্ট পুতিনের নির্দেশে এই মহড়া হয়। মঙ্গলবার আরেকটি মহড়া শুরুর ঘোষণা দিয়ে পুতিন রাশিয়ার পারমাণবিক অস্ত্রাগারকে দেশের সার্বভৌমত্ব এবং নিরাপত্তার নির্ভরযোগ্য গ্যারান্টর বলে উল্লেখ করেন।

তিনি বলেন, বাড়তে থাকা ভূরাজনৈতিক উত্তেজনা, উদীয়মান নতুন নতুন হুমকি ও ঝুঁকির বিষয়টি বিবেচনায় নিয়ে আমাদের জন্য আধুনিক কৌশলগত বাহিনী থাকাটা গুরুত্বপূর্ণ, যে বাহিনী সবসময় যুদ্ধের জন্য প্রস্তুত থাকবে। তবে দেশের নিরাপত্তা নিশ্চিত করতে রাশিয়া চূড়ান্ত পদক্ষেপ হিসাবেই পারমাণবিক অস্ত্র ব্যবহারের পক্ষপাতি বলেও জানিয়েছেন পুতিন।

পূর্ববর্তী নিবন্ধএবার সরাসরি অমিত শাহ’র বিরুদ্ধে কানাডার অভিযোগ
পরবর্তী নিবন্ধ৩১ জেলে আটক, দেড় লাখ টাকা জরিমানা