চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির প্রথম সভা গতকাল কাজীর দেউড়িস্থ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয়েছিল। সদ্য ঘোষিত কমিটির ৭৫ সদস্যের মধ্যে ৬৩ জন উপস্থিত ছিলেন। সকাল সাড়ে ১০টায় শুরু হওয়া প্রথম কার্যনির্বাহী কমিটির সভা চলে দুপুর আড়াইটা পর্যন্ত। নতুন কমিটির প্রথম সভায় নতুন কমিটির সকল কর্মকর্তা ও সদস্যদের জন্য বুফে লাঞ্চের আয়োজন করা হয়।
প্রথম কার্যনির্বাহী কমিটির সভায় উপস্থিত বেশ কয়েকজন নেতা আজাদীকে বলেন, সকালে সভা শুরু হয়ে বেলা আড়াইটা পর্যন্ত চলে। এরপর দুপুরের মধ্যাহৃভোজ শুরু হয়। নতুন কমিটির ৭৫ সদস্যের জন্য দুপুরেরমধ্যাহৃভোজে ছিল সাদা ভাতের সাথে রূপচান্দা মাছ, কোরাল, রুই, চিংড়ি, বোয়াল, গরুর কালাভুনা, ছুরি শুটকি, লইট্যা শুটকি, চায়নিজ সবজি, কলমি শাক, লাল শাক, ডালসহ আরো একাধিক পদের তরকারি। ড্রেজার্ডের মধ্যে ছিল ড্রাগন ফল, পেঁপে, নাশপাতি, আঙ্গুর ও মাল্টাসহ অন্যান্য ফল।
চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভা সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মফিজুর রহমান।












