বলিউড নির্মাতা বিক্রম ভাট নির্মাণ করছেন ‘অনামিকা’ নামে নতুন একটি ওয়েব সিরিজ। ১০ এপিসোডের এ সিরিজে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করবেন সানি লিওন। এমন চরিত্রে এর আগে দেখা যায়নি এই অভিনেত্রীকে। চলতি মাসের শেষের দিকে এই সিরিজের প্রথম শিডিউলের দৃশ্যধারণের কাজ মুম্বাইয়ে শুরু হবে। বলিউড হাঙ্গামা এ খবর প্রকাশ করেছে। সংবাদমাধ্যমটিকে বিক্রম ভাট বলেন, লকডাউনের কারণে শুটিংয়ের প্রস্তুতি এতদিন বন্ধ ছিল। আমরা আবারো কাজে ফিরছি, কাজকে ভীষণ ভালোবাসি। সানি লিওনকে নিয়ে আমরা দ্রুত ওয়েব সিরিজটির শুটিং শুরু করব। এতে সানিকে মারমুখী ভূমিকায় দেখতে পাবেন দর্শক। অ্যাকশন ও থ্রিলার ঘরানার এ ওয়েব সিরিজের গল্পও রচনা করেছেন বিক্রম ভাট। এই নির্মাতার সঙ্গে ওয়েব সিরিজটি প্রযোজনা করছেন কৃষ্ণ ভাট। ভারতীয় ভিডিও স্ট্রিমিং সাইট এমএঙ প্লেয়ারে মুক্তি পাবে ওয়েব সিরিজটি।











