নতুন এমপিরা সবাই ঢাকায়

আজাদী প্রতিবেদন | বুধবার , ১০ জানুয়ারি, ২০২৪ at ৯:০৪ পূর্বাহ্ণ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ আজ বুধবার। আজ সকাল ১০টায় জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে শপথগ্রহণ অনুষ্ঠিত হবে। শপথ বাক্য পাঠ করাবেন চলতি একাদশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। এমপিদের শপথের আগে প্রথম দফায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সংবিধান ও কার্যপ্রণালি বিধি অনুযায়ী এমপি হিসেবে নিজে শপথগ্রহণ করবেন এবং শপথ বইয়ে স্বাক্ষর করবেন। এরপর অন্যান্য সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করাবেন। শপথ গ্রহণের জন্য গতকাল চট্টগ্রামের ১৬ আসনের নবনির্বাচিত সংসদ সদস্যরা ঢাকায় গেছেন।

গতকাল বিকালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৮ আসনে জয়ীদের ফল গেজেট আকারে প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। চট্টগ্রামের ১৬ আসন থেকে আওয়ামী লীগের নৌকা প্রতীকে ১২ জন, স্বতন্ত্র ৩ জন এবং জাতীয় পার্টির ১ জন নির্বাচিত হয়েছেন। নবনির্বাচিত সংসদ সদস্য হিসেবে শপথ নেয়ার জন্য সারাদেশের মতো চট্টগ্রামের সকল নির্বাচিত সংসদ সদস্যরা গতকাল ঢাকায় চলে গেছেন। নতুন মন্ত্রীসভায় স্থান পাওয়ার জন্য অনেকেই নানাভাবে চেষ্টা তদ্বিরও করছেন বলে শুনা যাচ্ছে। প্রধানমন্ত্রীর সাথেও অনেকেই দেখা করেছেন।

নির্বাচিতরা হলেন মীরসরাই আসনে মাহবুব উর রহমান রুহেল (. লীগ), ফটিকছড়ি আসনে খাদিজাতুল আনোয়ার সনি (. লীগ), সন্দ্বীপ আসনে মাহফুজুর রহমান মিতা (. লীগ), সীতাকুণ্ড আসনে এস এম আল মামুন (. লীগ), হাটহাজারী আসনে ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ (জাতীয় পার্টি), রাউজান আসনে এবিএম ফজলে করিম চৌধুরী (. লীগ), রাঙ্গুনিয়া আসনে ড. হাছান মাহমুদ (. লীগ), বোয়ালখালীচান্দগাঁও আসনে আবদুচ ছালাম (স্বতন্ত্র), কোতোয়ালী আসনে ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল (. লীগ), ডবলমুরিংপাঁচলাইশ আসনে মহিউদ্দিন বাচ্চু (. লীগ), বন্দরপতেঙ্গা আসনে এম আবদুল লতিফ (. লীগ), পটিয়া আসনে মোতাহেরুল ইসলাম চৌধুরী (. লীগ), আনোয়ারাকর্ণফুলী আসনে সাইফুজ্জামান চৌধুরী জাবেদ (. লীগ), চন্দনাইশ আসনে মো. নজরুল ইসলাম চৌধুরী (. লীগ), লোহাগাড়াসাতকানিয়া আসনে আব্দুল মোতালেব (স্বতন্ত্র), বাঁশখালী আসনে মুজিবুর রহমান (স্বতন্ত্র)

আজ বুধবার সকালে সংসদ সদস্যদের শপথ ও সংসদ নেতা নির্বাচন হবে। আগামীকাল বঙ্গভবনে মন্ত্রিসভার শপথ সন্ধ্যা ৭টায়। এরপর মন্ত্রীদের দপ্তর বণ্টন করে গেজেট প্রকাশের মধ্য দিয়ে শুরু হবে নতুন সরকারের যাত্রা।

পূর্ববর্তী নিবন্ধওগুলো নিয়ে চিন্তা নাই
পরবর্তী নিবন্ধরাজনীতিতে টিকে থাকতে প্রভুদের পরামর্শে কাজ হবে না : প্রধানমন্ত্রী