দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। তিনি যেমন ব্যবসা সফল সিনেমা উপহার দিয়েছেন তেমনি কাজ করে যাচ্ছেন গল্পপ্রধান সিনেমাগুলোতেও। জয়ার বেশ কিছু সিনেমা বিশ্বের নানা দেশের উৎসবে অংশ নিয়ে প্রশংসিত হয়েছে। এবার অভিনেত্রী অভিনীত ‘পুতুল নাচের ইতিকথা’ সিনেমাটি আমন্ত্রণ পেয়েছে নেদারল্যান্ডসের রটারড্যাম চলচ্চিত্র উৎসবে। সেখানে প্রতিযোগিতায় লড়তে মনোনীত হয়েছে সিনেমাটি। এটি কলকাতার সিনেমা। প্রখ্যাত সাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়ের ‘পুতুল নাচের ইতিকথা’ উপন্যাস অবলম্বনে সিনেমাটি নির্মাণ করেছেন সুমন মুখোপাধ্যায়। তিনি জানান, আগামী ৩০ জানুয়ারি থেকে শুরু হবে রটারড্যাম চলচ্চিত্র উৎসব।











