অন্তর্বর্তী সরকারে নতুন দুই সদস্যকে নিয়ে জনগণের মধ্যে কোনো ‘অনাগ্রহ’ থাকলে সেটি ‘খতিয়ে দেখার’ কথা বলেছেন উপদেষ্টা মো. মাহফুজ আলম। গতকাল বুধবার বিকেলে টাঙ্গাইলে ‘মওলানা ভাসানী ও নতুন বাংলাদেশ’ শীর্ষক এক আলোচনা শেষে সাংবাদিকদের প্রশ্নে তিনি এ কথা বলেন। প্রয়াত নেতার ৪৮তম মৃত্যুবার্ষিকীতে মাহফুজ ছাড়াও অংশ নেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। খবর বিডিনিউজের।
মাহফুজ বলেন, জনগণই নতুন উপদেষ্টাদের বিচার করবে তাদের কার্যক্রম দেখে। কিন্তু জনগণের যদি কোনো অনাগ্রহ থাকে আমরা সেটি খতিয়ে দেখব। তবে আমরা মনে করি যে, যাদের নিয়োগ দেওয়া হয়েছে তারা জনগণের আকাঙ্ক্ষার পক্ষেই থাকবেন। তারপরও যদি জনগণের কোনো অসন্তোষ বা অসংকোচ থাকে, তাহলে তাদের কাজের মাধ্যমেই প্রমাণ হবে।
মাহফুজ বলেন, আমরা চেষ্টা করেছি যারা দীর্ঘ লড়াইয়ে আমাদের সাথে এবং পক্ষে ছিলেন তাদের নিয়ে সরকার গঠন করতে। আমাদের কাছে অনেকগুলো বাস্তবতা ছিল, যার বেশির ভাগই আমরা পূরণ করতে পেরেছি। নিজেদেরকে ‘গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে মনোনীত’ সরকার দাবি করে তিনি বলেন, আমরা জনগণের প্রতিনিধিত্ব করছি। জনগণের পক্ষে এবং দীর্ঘ লড়াইয়ের পক্ষে আছেন তাদের নিয়েই আমরা সরকার গঠনের পরিকল্পনা করেছিলাম এবং সেইভাবেই সরকার পরিচালিত হচ্ছে। কবি ও লেখক ফরহাদ মজহারের সভাপতিত্বে সভায় মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আনোয়ারুল আজীম আখন্দ, জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব আরিফ সোহেলও বক্তব্য রাখেন। আয়োজনে প্রবন্ধ উপস্থাপন করেন ভাসানী পরিষদের সদস্য সচিব আজাদ খান ভাসানী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মওলানা ভাসানী পাঠ চক্রের সদস্য সচিব মাসুদুর রহমান রাসেল।