নতুন উদ্যোক্তাদের মাঝে ইউসিবির চেক বিতরণ

| বুধবার , ২ নভেম্বর, ২০২২ at ৭:৪৮ পূর্বাহ্ণ

প্রশিক্ষণ শেষে ক্ষুদ্র নতুন উদ্যোক্তাদের মধ্যে চেক বিতরণ করেছে বেসরকারি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি)। বাংলাদেশ ব্যাংকের পরিচালনায় ‘স্কিলস ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম (এসইআইপি)’- প্রকল্পের অংশ হিসেবে নতুন উদ্যোক্তা তৈরিতে ভূমিকা রাখতে এই চেক বিতরণ করা হয় বলে আর্থিক প্রতিষ্ঠানটি জানিয়েছে। সম্প্রতি মিরপুরে বাংলাদেশ ব্যাংক ট্রেইনিং একাডেমিতে আয়োজিত অনুষ্ঠানে প্রশিক্ষণপ্রাপ্তদের চেক তুলে দেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার। খবর বিডিনিউজের।
এক বিজ্ঞপ্তিতে ইউসিবি জানায়, দেশে নতুন নতুন উদ্যোক্তা তৈরির জন্য বাংলাদেশ ব্যাংকের অধীনে অর্থনৈতিক প্রবৃদ্ধি, আয় বৈষম্য হ্রাস, দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান সৃষ্টি ও উদ্যোক্তা তৈরির লক্ষে এসইআইপি প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। এরই আওতায় নতুন উদ্যোক্তাদের বাচাই করে তাদের দক্ষ করে গড়ে তুলতে এই প্রকল্পে অর্থায়ন করতে ব্যাংকগুলো প্রতিশ্রুতিশীল বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। এতে আরও বলা হয়, দেশের সকল ব্যাংক তাদের সিএসআর তহবিল থেকে দেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত এ ধরনের প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্বারোপ করছে। বাংলাদেশ ব্যাংকের আয়োজনে চেক হস্তান্তর অনুষ্ঠানে ডেপুটি গভর্নর আবু ফারাহ মো. নাসের ও ইউসিবির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আরিফ কাদরী উপস্থিত ছিলেন। এছাড়াও এসইআইপি প্রকল্পের নির্বাহী পরিচালক মো. এখলাসুর রহমান, মো. শাহ্‌ আলম ভূঁইয়া, ইউসিবির উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. মহসিনুর রহমান, এসভিপি ও এসএমই প্রধান উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধপশ্চিম গোমদন্ডী ফুলতল অটোরিক্সা চালক সমিতির মিলাদ মাহফিল
পরবর্তী নিবন্ধ‘বিতর্ক শিক্ষার্থীদের অন্যায় থেকে দূরে রাখে’