নতুন প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার নিয়োগে রাজনৈতিক দলসহ বিভিন্ন পেশাজীবী সংগঠন ও ব্যক্তি পর্যায় থেকে আসা সব নাম প্রকাশ করেছে সার্চ কমিটি। প্রস্তাবিত ৩২২ জনের মধ্যে বিভিন্ন পেশা ও শ্রেণির অবসরপ্রাপ্ত ব্যক্তিদের নামই বেশি রয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় তথ্য অধিদপ্তর ও মন্ত্রিপরিষদ বিভাগের ওয়েবসাইটে এসব নাম প্রকাশ করা হয়। খবর বিডিনিউজ ও বাংলানিউজের। সুপারিশপ্রাপ্তদের মধ্যে যাদের নাম রয়েছে, তারা হলেন শিক্ষাবিদ ও সাহিত্যিক অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ, সাবেক প্রধান তথ্য কমিশনার অধ্যাপক ড. গোলাম রহমান, সাংবাদিক অজয় দাশগুপ্ত, মানবাধিকার কর্মী অ্যাডভোকেট সুলতানা কামাল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক মো. মিজানুর রহমান, শিক্ষাবিদ অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, সাবেক নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন, সাবেক সচিব আবু আলম শহিদ খান, অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক, জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান কাজী রিয়াজুল হক, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে চৌধুরী, সাবেক সিনিয়র সচিব কাজী হাবিবুল আউয়াল, সাবেক সচিব কামরুন নাহার, সাবেক সচিব কৃষিবিদ মো. নুরুল ইসলাম। চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সাইন্স বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. নীতিশ চন্দ্র দেবনাথ, সাবেক অতিরিক্ত আইজিপি কৃষিবিদ ইকবাল বাহার, অ্যাড.কম-এর চেয়ারম্যান ও সাবেক তত্ত্বাধায়ক সরকারের উপদেষ্টা গীতি আরা সাফিয়া চৌধুরী, সাবেক নির্বাচন কমিশনার ছহুল হোসাইন, সাবেক সেনাবাহিনী প্রধান জেনারেল (অব.) ইকবাল করিম ভূঁইয়া, সাবেক সচিব অশোক মাধব রায়, সাংবাদিক ও লেখক আবু সাঈদ খান, সাবেক তথ্য সচিব আব্দুল মালেক, সাবেক মুখ্য সচিব আবুল কালাম আজাদ, সরকারি কর্ম কমিশনের সাবেক চেয়ারম্যান ইকরাম আহমেদ।
এছাড়া নিরাপদ সড়ক চাই-এর চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন, সাবেক আইজিপি এ কে এম শহীদুল হক, বিটিভির সাবেক মহাপরিচালক এস এম হারুন-উর-রশীদ, অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব জেসমিন টুলি, শিক্ষাবিদ ড. এম শমশের আলী, স্থানীয় সরকার বিশেষজ্ঞ তোফায়েল আহমেদ, সাবেক মুখ্য সচিব নজিবুর রহমানের নাম।
আরো রয়েছে বাংলা একাডেমির সভাপতি কথাসাহিত্যিক সেলিনা হোসেন, সাবেক আইজিপি হাসান মাহমুদ খন্দকার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জ্যোতিপ্রকাশ দত্ত, সাবেক সচিব জাফর আহমেদ খান, সুজন সম্পাদক ড. বদিউল আলম মজুমদার, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর মোহাম্মদ ফরাসউদ্দিন, পিএসসির সাবেক চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক, জ্যেষ্ঠ আইনজীবী ড. শাহদীন মালিক, ঢাকা বিশ্ববিদ্যালয় সাবেক অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক, রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক নাজমুল আহসান কলিমুল্লাহর নামও রয়েছে সুপারিশপ্রাপ্তদের তালিকায়।
গত রোববার সার্চ কমিটির সভাপতি বিচারপতি ওবায়দুল হাসান প্রস্তাবিত নাম প্রকাশ করার কথা জানিয়েছিলেন। নতুন ইসি গঠনে মতামত নিতে কমিটি বিশিষ্টজনদের সঙ্গে দুদিনে তিন দফা বৈঠক করে। আর নাম জমা না দেওয়া ১৫টি রাজনৈতিক দলকে নাম প্রস্তাবে সোমবার বিকেল ৫টা পর্যন্ত সময় দেয়। এর আগে সার্চ কমিটির কাছে তিন শতাধিক নাম জমা পড়েছিল বলে রোববারই জানিয়েছিলেন সচিব ও মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।
গতকাল বিকেল ৫টা পর্যন্ত রাজনৈতিক দলগুলোর প্রস্তাবিত নাম যুক্ত হয়ে মোট ৩২২ জনের নাম প্রকাশ করা হয়েছে বলে জানান মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্মসচিব শফিউল আজিম। যুগ্মসচিব শফিউল স্বাক্ষরিত রাজনৈতিক দল, বিশিষ্ট ব্যক্তিবর্গ, পেশাজীবী সংগঠন ও ব্যক্তিবর্গের প্রস্তাবিত নামের এ তালিকা প্রকাশ করা হয়।
এর আগে গত ৬ ফেব্রুয়ারি এক বিজ্ঞপ্তিতে নির্বাচন কমিশন গঠনে ১০ ফেব্রুয়ারির মধ্যে নিবন্ধিত রাজনৈতিক দল ও ব্যক্তি পর্যায় থেকে নাম প্রস্তাবের আহ্বান জানায় সার্চ কমিটি। ওই সময়ের মধ্যে নিবন্ধিত ৩৯টি রাজনৈতিক দলের মধ্যে ২৪টি দল নাম প্রস্তাব করলেও বিএনপিসহ বাকি ১৫টি দল কোনো নাম প্রস্তাব করেনি। পরে শনিবার ও রোববার বৈঠকে বিশিষ্টজনদের অনেকেই এসব নাম প্রকাশের পাশাপাশি বিএনপিসহ নাম জমা না দেওয়া অন্যান্য দলদের প্রস্তাব করার সুযোগ দেওয়ার জন্য সার্চ কমিটিকে আহ্বান জানান। পরে সোমবার বিকেলে ৫টা পর্যন্ত সময় দিয়ে ১৫টি রাজনৈতিক দলগুলো নাম প্রস্তাবের সুযোগ দেয় এ কমিটি।
‘প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ আইন’ গত ২৭ জানুয়ারি সংসদে পাস হওয়ার পর সে আইনের আলোকে ছয় সদস্যের সার্চ কমিটি গঠন করা হয় ৫ ফেব্রুয়ারি। আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানকে সভাপতি করে কমিটির অন্য পাঁচ সদস্য রয়েছেন হাই কোর্টের বিচারপতি এস এম কুদ্দুস জামান, মহা হিসাব নিয়ন্ত্রক ও নিরীক্ষক (সিএজি) মুসলিম চৌধুরী, সরকারি কর্ম কমিশন (পিএসসি) চেয়ারম্যান সোহরাব হোসাইন, সাবেক নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন ও কথাসাহিত্যিক অধ্যাপক আনোয়ারা সৈয়দ হক।
আইন অনুযায়ী, ইসি গঠনে নামের সুপারিশ চূড়ান্তের জন্য সার্চ কমিটির জন্য সময় ১৫ দিন, সেই অনুযায়ী তাদের হাতে আগামী ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত হাতে সময় রয়েছে। এদিকে সোমবারই কে এম নূরুল হুদা নেতৃত্বাধীন বর্তমান ইসির মেয়াদ শেষ হয়। সার্চ কমিটির হাতে ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত সময় থাকলেও নতুন ইসি কবে নাগাদ নিয়োগ হচ্ছে তা সার্চ কমিটির সুপারিশের উপর নির্ভর করছে।